অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা: নরসিংদীতে দুইজনকে ১২ লাখ টাকা জরিমানা

১ সপ্তাহে আগে
নরসিংদীর মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউসুফ মিয়া (৫৪) নামে একজনকে ১০ লাখ টাকা এবং কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে আরেকজনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।আলাদাভাবে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল সদর উপজেলার আলোকবালির আফজালের এলাকায় মেঘনা নদী ও নজরপুর এলাকার দিলারচর এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

 

আরও পড়ুন: নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত উপসহকারী প্রকৌশলী

 

আমিনুল ইসলাম বুলবুল জানান, নরসিংদী সদরের দিলারপুর এলাকায় বালু মহালের ইজারা থাকলেও আলোকবালী এলাকা অংশে কোনো বালু মহাল ইজারা দেয়নি জেলা প্রশাসন। দিলারপুর এলাকার ইজারা নিয়ে বালু মহলটি পাশের আলোকবালীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলো, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে এর সত্যতা মেলে। এর ভিত্তিতে নগদ লাখ ১০ টাকা ও কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে আরেকটি অভিযানে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন