অবৈধ পথে বাংলাদেশে ভারতীয় কিশোর, পতাকা বৈঠক করে ফেরত দিল বিজিবি

২ সপ্তাহ আগে
অবৈধ পথে সীমান্ত পার হয়ে বাংলাদেশের পঞ্চগড়ে প্রবেশ করা হৃদয় মিয়া নামে এক ভারতীয় কিশোরকে আটকের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে পতাকা বৈঠক করে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা।

 

বিজিবির এক বিবৃতিতে বলা হয়েছে, গত সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার পর নীলফামারী-৫৬ বিজিবির অধীনস্থ পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৭৬৭/৮-এস সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কিশোর হৃদয় মিয়া।

 

সংবাদ পেয়ে বিজিবি শিংরোড বিওপির একটি টহল দল রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে যায় এবং তাকে আটক করে। আটকের পর তাকে বিওপিতে নেয়া হয়। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও ১টি সিমকার্ড জব্দ করা হয়।

 

আরও পড়ুন: রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ার করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

 

বিবৃতি মতে, জিজ্ঞাসাবাদে জানা যায়, হৃদয় মিয়া ভারতের জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জ সিট শাখাতি গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তার বয়স ১৩ বছর। সে বাংলাদেশ সীমান্তে জয়ধরভাঙ্গা নেকিপাড়া নামক এলাকায় ওয়াজ মাহফিলে অংশ নিতে এসেছিল।

 

বিবৃতিতে আরও বলা হয়, এর মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ছেলেটিকে ফেরত দেয়ার আবেদন জানায়। আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিএসএফের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়।

 

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা সময় সংবাদকে বলেন, বিজিবি সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। 

 

আরও পড়ুন: আগামীর বাংলাদেশ হবে সাম্যের, বৈষম্যহীন: জামায়াত আমির

]]>
সম্পূর্ণ পড়ুন