অবনমন এড়ানোর মিশনে হামজার লিস্টারের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি

১ সপ্তাহে আগে
ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের শেষ ম্যাচে রোববার (২৮ ডিসেম্বর) লিস্টার সিটির মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। টানা ব্যর্থতার বছরে শেষ ম্যাচটায় জয় চান সিটি বস পেপ গার্দিওলা। কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রোববার রাত আটটা ৩০ মিনিটে। সুসময় পার করা লিভারপুলও নামবে একই রাতে। শীর্ষস্থান মজবুতের লক্ষ্যে নামা অল রেডদের প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম। এই ম্যাচ শুরু হবে রাত সোয়া ১১টায়।

বক্সিং ডে'তে ঘরের মাঠে এভারটনের সঙ্গে পয়েন্ট হারিয়ে হতাশায় ভেঙ্গে পড়েছিলেন গার্দিওলা। ম্যানচেস্টার সিটির গত বছরের বড় দিনের সঙ্গে চলতি বছরের যেন রাত আর দিনের পার্থক্য। সবশেষ ৫ ম্যাচের ফলাফলের দিকে তাকালেই তার খানিকটা আঁচ পাওয়া যায়।    

 

প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ড্রয়ের পর চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে হার। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ডার্বির হতাশা কাটতে না কাটতেই অ্যাস্টন ভিলার কাছে হার। আর সবশেষ এভারটনের সঙ্গে ড্র। সর্বশেষ কবে ম্যানচেস্টার সিটির এমন ভরাডুবি দেখা গিয়েছে, সেটা মনে করাও মুশকিল। কারণ সাফল্যের আলোয় উড়তে থাকা সিটি সমর্থকদের কাছে ব্যর্থতা শব্দটাই যেন অপরিচিত হয়ে গিয়েছিল।  

 

১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে থাকা সিটি কঠিন এই সময়ে বছরের শেষ ম্যাচে লিস্টার সিটির মুখোমুখি হবে আজ। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিস্টারও খুঁজছে অবনমন এড়ানোর পথ। তাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে ঘুরে দাঁড়াতে চাইবে সর্বশেষ ম্যাচে লিভারপুলের কাছে হেরে যাওয়া দলটি। কিং পাওয়ারে দর্শকদের সমর্থনও থাকবে তাদের সঙ্গে।      

 

আরও পড়ুন: বড় ক্লাবের মালিক হতে চান রোনালদো

 

ইনজুরির কারণে খেলতে পারবেন না জ্যাক গ্রিলিশ, জন স্টোনস, কাইল ওয়াকার, এডেরসন, অস্কার বব, রদ্রি ও রুবেন ডিয়াজ।          

 

গুরুত্বপূর্ণ ফুটবলারদের ইনজুরির পাশাপাশি আর্লিং হলান্ডের জ্বলে উঠতে না পারা ভোগাচ্ছে সিটিকে। এ মৌসুমে এখন পর্যন্ত খেলা ২৫ ম্যাচে ১৮টি গোল করেছেন নরওয়েজিয়ান তারকা। সর্বশেষ মৌসুমে হলান্ডের গোল ছিল ৩৮টি। গেল মৌসুমের গোল মেশিন নরওয়েজিয়ান তারকা এবার বেশ ছন্নছাড়া।  

 

সিটির বর্তমান অবস্থা এখন এতটাই খারাপ যে শীর্ষ চারে থাকাটাই কঠিন এখন গার্দিওলার কাছে চ্যালেঞ্জ। দু'দলের ১২৭ ম্যাচের মধ্যে ৬৬ টি ম্যাচে জয় আছে ম্যানচেস্টার সিটির। তবে পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও অবনমন এড়ানোর জন্য প্রতিটি ম্যাচই বাঁচামরার চ্যালেঞ্জ লিস্টারের কাছে। তাই সহজে ছাড় পাবে না সিটি। এ ম্যাচের দিকে আলদা নজর থাকবে বাংলাদেশের ফুটবল প্রেমীদেরও। কারণ লিস্টারের হয়ে মাঠে নামতে পারেন বাংলাদেশের জার্সিতে খেলার অপেক্ষায় থাকা হামজাও।    

 

আরও পড়ুন: ব্যালন ডি'অর ভিনিসিউসের প্রাপ্য ছিল: রোনালদো

 

ম্যানচেস্টার সিটি শিবির যখন হতাশায় নিমগ্ন, তখন পুরোপুরি ভিন্ন চিত্র লিভারপুলে। ১৭ ম্যাচ শেষে ১৩ জয়, তিন ড্র আর এক হার তাদের। ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেও তারা। একটু একটু করে শিরোপার পথে এগিয়ে যাচ্ছে আর্না স্লটের দল। দুইয়ে থাকা আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধান ৬ পয়েন্ট। বছরের শেষ ম্যাচে তারা চাইবে আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে শীর্ষস্থান মজবুত করতে।  

 

দু'দলের খেলা সর্বশেষ ১৫ ম্যাচে লিভারপুলকে মাত্র একবার হারাতে পেরেছিল ওয়েস্ট হ্যাম। তাই লন্ডন স্টেডিয়ামে আরও একটা উৎসবের অপেক্ষা করতেই পারে লিভারপুল।   

]]>
সম্পূর্ণ পড়ুন