বুধবার (২৭ আগস্ট) বিকেলে নীলফামারী জেলা শিল্পকলা অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রাজীব আহসান বলেন, ‘যিনি বিচ্যুতি হবেন দল থেকে হারিয়ে যাবেন। যিনি মানুষের স্বার্থের পরিপন্থী হবেন, তার ব্যাপারেও কোনো ছাড় নেই।’
আরও পড়ুন: ছাত্রদলের সাবেক সভাপতি রাজীবের জামিন
তিনি বলেন, ‘দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসবের বিরুদ্ধে দাঁড়াতে হবে। একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিএনপির নামে অপবাদ ছড়াচ্ছে।’
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সদস্য সচিব শিহাবুজ্জামান শিহাব। সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন ও সহ-সভাপতি মফিজুল ইসলাম। পরে নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের পরিচয় করিয়ে দেয়া হয় তৃণমূলের উপস্থিতিতে।
]]>