অন্য ক্লাবের দায়িত্ব নিলে জাবিকে বাধা দিবে না লেভারকুসেন

৮ ঘন্টা আগে
গত মৌসুমে সবাইকে চমকে দিয়ে বেয়ার লেভারকুসেনকে ইতিহাসের প্রথমবারের মতো জার্মানির লিগ শিরোপা এনে দেন জাবি আলোনসো। এরপর থেকেই তার প্রতি আগ্রহ দেখিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এবারও গুঞ্জন শোনা যাচ্ছে, আগামী মৌসুমে রিয়ালের কোচ হতে পারেন তিনি। এদিকে আলোনসোর ক্লাব লেভারকুসেনও জানিয়ে দিয়েছে, অন্য কোনো ক্লাবের কোচ হতে চাইলে তাকে বাধা দেবে না তারা।

গত মৌসুমে চাবি সফলতা দেখে বায়ার্ন মিউনিখ ও লিভারপুলের মতো ক্লাব আগ্রহ দেখিয়েছিল তার প্রতি। তবে তাদের থেকে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। যখন গুঞ্জন উঠেছিল, আনচেলত্তি রিয়াল ছেড়ে ব্রাজিলের কোচ হচ্ছে তখন জাবিকেই প্রথম পছন্দ ছিল লস ব্লাঙ্কোসদের। তবে শেষ পর্যন্ত আনচেলত্তিও আর রিয়াল ছাড়েননি, এদিকে লেভারকুসেনেই থেকে যান জাবি।


তবে চলতি মৌসুমে লিগ শিরোপা হওয়ার আর সম্ভাবনা নেই বললেই চলে লেভারকুসেনের। মৌসুমে এখনও ৪ ম্যাচ বাকি থাকলেও, টেবিলটপার বায়ার্ন থেকে ৮ পয়েন্টে পিছিয়ে আলোনসোর দল।


অপরদিকে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ। লিগ শিরোপা জেতাও অনেক কঠিন তাদের জন্য। এমন অবস্থায় গুঞ্জন শোনা যাচ্ছে, আগামী মৌসুমে আনচেলত্তিকে সরিয়ে জাবিকে কোচ করতে চায় রিয়াল মাদ্রিদ। আর লেভারকুসেনের প্রধান নির্বাহী কারো স্পেনে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আলোনসোকে পেতে তার সাবেক ক্লাবগুলোর কেউ প্রস্তাব দিলে আলোচনার জন্য প্রস্তুত তারা।


আরও পড়ুন: ফোর্ত ও ফাতির আপত্তিকর আচরণে যে বার্তা দিলেন বার্সা কোচ 


কারো বলেন, 'আমাদের মধ্যে একটি সম্মানজনক চুক্তি আছে। যে দলগুলোর হয়ে তিনি খেলেছেন, তাদের মধ্যে কেউ যদি ক্লাবে আসে, তাহলে আমরা বসে তাদের সঙ্গে কথা বলব এবং আমরা কোনো বাধা সৃষ্টি করব না।'


এদিকে লেভারকুসেনের প্রধান নির্বাহী এটাও জানিয়েছেন, আলোনসোর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে এখনও কথা বললেননি তারা। তবে পরের মৌসুমে আলোনসোকে নিজেদের কোচ মেনেই পরিকল্পনা সাজাচ্ছে তারা।


কারো বলেন, 'কোচের পদটি একটি ক্লাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা সত্যি যে, আমরা তাকে সঙ্গে ভেবেই পরবর্তী মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছি। (তিনি অন্য ক্লাবে যেতে চান কি-না) সিদ্ধান্তটি আগামী তিন বা চার সপ্তাহের মধ্যে নিতে হবে, খুব বেশি সময় নেয়া যাবে না। এই মুহূর্তে তেমন কিছুই নেই, তবে আগামী তিন বা চার সপ্তাহের মধ্যে আমরা জানতে পারব ক্লাবে কোনো পরিবর্তন আসছে কি না।'

]]>
সম্পূর্ণ পড়ুন