অনেক ছাত্রের মধ্যে সুবিধাবাদী প্রবণতা দেখা যাচ্ছে: নুর

৩ সপ্তাহ আগে
জুলাই অভ্যুত্থানে ছাত্রদের প্রতি মানুষের যে বিশ্বাস তৈরি হয়েছিল তাতে চিড় ধরেছে বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (২৯ মার্চ) বিকেলে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল-পূর্ব আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।


নুর বলেন, অনেক ছাত্রের মধ্যে সুবিধাবাদী প্রবণতা দেখা যাচ্ছে। সমন্বয়ক পরিচয় দিয়ে তারা ডিসি অফিস, ইউএনও অফিস, থানাসহ বিভিন্ন স্থানে অনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। যদিও জুলাই আন্দোলনের অন্যতম মুখপাত্র নাহিদ বলেছেন: যেহেতু আন্দোলনের নেতারা একটি দল গঠন করেছে এখন আর বৈষম্যবিরোধী আন্দোলনে সমন্বয়কদের কোনো প্ল্যাটফর্ম নেই।’


তিনি বলেন, রাজনৈতিক দল ও ছাত্র-জনতার সমন্বিত আন্দোলনে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে কিন্তু জনগণের মুক্তি আসেনি। জনগণ যার যার কাজে ফিরে গেছে, রাজনৈতিক দলগুলোকে জনগণের ত্যাগের কথা ভুলে গেলে চলবে না। কারণ, আন্দোলন-সংগ্রাম জনসাধারণ করলেও রাষ্ট্র চালায় রাজনীতিবিদরা। তাই রাজনীতিবিদদের কমিটমেন্ট যদি আন্দোলনের প্রতি না থাকে, তবে জনসাধারণ প্রতারিত হবে এবং রাজনীতিবিদরাও ভুক্তভোগী হবেন।
 

আরও পড়ুন: দ্রুত নির্বাচন না হলে ফ্যাসিবাদের পুনর্জন্ম হতে পারে: রাশেদ খান


রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ঈদে ঘরমুখী মানুষ যাত্রাপথে ভোগান্তির শিকার না হওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান নুর।


গলাচিপা উপজেলা গণ-অধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় গণ-অধিকার পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন