অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, বন্ধ করল উপজেলা প্রশাসন

২ সপ্তাহ আগে
চট্টগ্রামের চন্দনাইশে অনুমতি ছাড়া আয়োজন করা মাসব্যাপী দেশীয় পণ্যের বাণিজ্য মেলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গত ১লা মে উদ্বোধনের পর প্রশাসনের নির্দেশে চার দিনের মাথায় রবিবার (৪ মে) সকালে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা উপস্থিত হয়ে মেলার কার্যক্রম বন্ধ করে দেন।

জানা গেছে, পায়রা নামক সংগঠনের ব্যানারে আলী ইমরান নামের এক ব্যক্তি কোনও অনুমতি ছাড়াই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন গাছবাড়িয়া সরকারি কলেজের জমিতে 'মাসব্যাপী দেশীয় পণ্যের বাণিজ্য মেলা' নামে এ মেলার আয়োজন করে। এ নিয়ে শনিবার বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে জেলা প্রশাসক ফরিদা খানমের নির্দেশে চন্দনাইশ উপজেলা প্রশাসন মেলার সব কার্যক্রম বন্ধ করে দেয়। অর্ধ শতাধিক দোকানীকে বরাদ্দ দেওয়া হয়েছে স্টল।


ইতিমধ্যে প্রায় অর্ধশত দোকানি তাদের পসরা সাজিয়েছেন। আরো বেশ কিছু স্টলের সাজসজ্জার কাজ চলছে। নির্মাণ করা হয়েছে সুদৃশ্য গেট। মেলা মাঠে করা হয়েছে লাইটিং।
জেলা প্রশাসন মেলার কোনো অনুমতি না দিলেও বেশ কিছুদিন ধরেই চলছে মেলার আয়োজন। মেলায় দিনের বেলায় লোকসমাগম তেমন না হলেও সন্ধ্যার পর আনাগোনা বাড়ে। কেনাবেচাও চলছে অল্পস্বল্প।


এ সময় এক ব্যবসায়ী বলেন, মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হলেও  বেচা বিক্রি আস্তে আস্তে জমতে শুরু করেছেন। কিন্তু মেলা আয়োজক কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন স্টল গুছিয়ে ফেলতে। প্রশাসন থেকে নাকি মেলাটি বন্ধের নির্দেশ দিয়েছেন।


আরও পড়ুন: যন্ত্রের টার্মিনাল নয়, মানুষেই এগিয়ে চট্টগ্রাম বন্দরের জিসিবি


এ সময় আরও কয়েকজন ব্যবসায়ীর জানান, দোকানের জন্য মেলার আয়োজকরা আগেই টাকা নিয়েছেন। গত ৪ দিন আগে তারা দোকান পেতে বসেছেন। এখনও নাকি মেলার অনুমতি পায়নি। তাই বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।


চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন বলেন, অনুমতি ছাড়া মেলা চালু করায় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে তা বন্ধ করে দেয়া হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন