অনভিজ্ঞ দল ক্ষমতায় এলে বাংলাদেশ হবে ‘মক্কেল রাষ্ট্র’: আজিজুল বারী হেলাল

১৪ ঘন্টা আগে
খুলনা--৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, অনভিজ্ঞ দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে বাংলাদেশ মক্কেল রাষ্ট্রে পরিণত হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে রূপসা উপজেলায় জাবুসায় মহিলা দলের আয়োজনে মতবিনিময় ও নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে একথা বলেন আজিজুল বারী হেলাল।


তিনি আরও বলেন, আমরা পুরনো জরাজীর্ণ ব্যবস্থা ফেলে নতুন বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি সরকার গঠন করলে এক কোটি বেকারের কর্মসংস্থান, মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষাণী কার্ড চালু করা হবে এবং এসব কার্ডের মালিকানা থাকবে পরিবারের প্রধান মহিলার কাছে।


তিনি অভিযোগ করে বলেন, “গত ১৭ বছরে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। একটি দল সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশ ছেড়ে পালিয়েছে, মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। আমরা চারবার দেশ পরিচালনা করেছি— রাষ্ট্র পরিচালনায় আমাদের অভিজ্ঞতা রয়েছে। তবে অনভিজ্ঞ কোনো দল ক্ষমতায় এলে বাংলাদেশ হবে ‘মক্কেল রাষ্ট্র।


এর আগে সকালে রূপসার আল আকসা মাদ্রাসায় ছাত্রছাত্রী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় শেষে “একটি বাড়ি একটি গাছ” কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করেন। পরে সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ করেন।

 

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ-২ এ বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল


নির্বাচনকে ঘিরে মানুষের আগ্রহ বেড়ে যাওয়া উল্লেখ করে তিনি বলেন, “দেশে এখন নির্বাচনী আমেজ। মানুষ অপেক্ষা করছে ভোটাধিকার প্রয়োগের জন্য। আগে কখনো এমন উৎসাহ দেখা যায়নি।’’


অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে হেলাল বলেন, “নির্বাচনী কর্মকর্তাকে রিটার্নিং অফিসারের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। বিএনপি বিশ্বাস করে ইউনুস সরকার একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে পারে; তবে ব্যর্থ হলে জনগণ ক্ষমা করবে না।’’


অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন, এছাড়াও ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, মহিলা নেত্রী শাহানাজ, মর্জিনা এবং অন্যান্য নেতাকর্মী।

]]>
সম্পূর্ণ পড়ুন