বছরের শেষে এসে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ২০২৪ এর বর্ষসেরা টেস্ট একাদশ প্রকাশ করেছে। পারফরম্যান্সের ভিত্তিতে সাজানো এই একাদশে সর্বোচ্চ তিনজন ক্রিকেটার আছেন ইংল্যান্ডের। এছাড়া ভারত, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার দুজন করে জায়গা পেয়েছেন বর্ষসেরা একাদশে। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার আছেন একজন করে।
মজার বিষয়, ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে জায়গা হয়নি খোদ অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সেরই। তার জায়গায় এই একাদশের নেতৃত্ব পেয়েছেন ভারতকে পার্থ টেস্টে বড় জয় এনে দেয়া জাসপ্রীত বুমরাহ।
আরও পড়ুন: ইএসপিএনের বর্ষসেরা ওয়ানডে দলে তাসকিন
দারুণ একটা বছর কাটিয়েছেন বুমরাহ। মাত্র ১৩ টেস্টে ১৪.৯২ গড়ে ৭১ উইকেট শিকার করে এই বছর টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন। চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতেই ভারতীয়দের মধ্যে দ্রুততম ২০০ টেস্ট উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন।
বর্ষসেরা টেস্ট দলে ওপেনারের ভূমিকায় ভারতের যশস্বী জয়সওয়ালের সঙ্গী ইংল্যান্ডের বেন ডাকেট। ওয়ান ডাউনে জায়গা পেয়েছেন চলতি বছর টেস্টে সর্বোচ্চ রান ও সেঞ্চুরি হাঁকানো জো রুট।
জয়সওয়াল ভারতীয় ব্যাটারদের মধ্যে চলতি বছর সর্বোচ্চ রান করেছেন। ১৫ টেস্টেই করেছেন ১৪৭৮ রান।
মিডল অর্ডারে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্রের সঙ্গে আছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক এবং শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। ভারতকে ঘরের মাটিতেই ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করায় দারুণ অবদান রাখায় রবীন্দ্র কেন উলিয়ামসনকে পেছনে ফেলে সেরা একাদশে জায়গা পেয়েছেন। হ্যারি ব্রুকও বিদায়ী বছরটা স্বপ্নের মতো কাটিয়েছেন। বছরের একমাত্র ট্রিপল সেঞ্চুরিটাও তার ব্যাট থেকেই এসেছে।
ছয় নম্বরে আছেন শ্রীলঙ্কার নতুন তারকা কামিন্দু মেন্ডিস। চলতি বছর ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিয়েছেন। এ বছর ৯ টেস্টে ৭৪.৯২ গড়ে পাঁচ সেঞ্চুরিতে ১০৪৯ রান করেছেন এই ২৬ বছর বয়সী।
আরও পড়ুন: শরফুদ্দৌলার দেয়া সিদ্ধান্তে বিসিসিআই কর্তার ক্ষোভ, তবে পাশে ক্রিকেট কিংবদন্তিরা
ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে উইকেটকিপারের ভূমিকায় আছেন অ্যালেক্স ক্যারি। এ বছর ৯ টেস্টে ৩৩.৮৪ গড়ে ৪৪০ রান করেছেন তিনি। পাশাপাশি ৪২টি ক্যাচ এবং ৪টি স্ট্যাম্পিং করেছেন।
বুমরাহ'র সঙ্গে বোলিং আক্রমণে আছেন দুই পেসার ম্যাট হেনরি এবং জশ হ্যাজেলউড। একমাত্র স্পিনার হিসেবে আছেন কেশভ মহারাজ।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশ: যশস্বী জয়সওয়াল (ভারত), বেন ডাকেট (ইংল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড), হ্যারি ব্রুক (ইংল্যান্ড), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার/অস্ট্রেলিয়া), ম্যাট হেনরি (নিউজিল্যান্ড), জাসপ্রীত বুমরাহ (ভারত), জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া) এবং কেশভ মহারাজ।