অধিনায়ক নির্বাচনে ব্যতিক্রমধর্মী প্রস্তাব মরগানের

৩ সপ্তাহ আগে
ইংল্যান্ডের সাদা অধিনায়ক নির্বাচন করতে ব্যতিক্রমধর্মী প্রস্তাব দিয়েছেন দেশটার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান। তার মতো আইসিসির আসর গুলোতেই অধিনায়কত্ব করবেন বেন স্টোকস। আর দ্বিপাক্ষিক সিরিজগুলোতে দলের নেতৃত্বের ভার পড়বে সহযোগী অধিনায়কের উপর। এদিকে, স্টোকসের সহযোগী হিসেবে হ্যারি ব্রুককে বিবেচনা করছেন মরগান।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের ভরাডুবির পরই অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান জস বাটলার। এরপর থেকেই চলছে জল্পনা-কল্পনা। কে হবেন সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের নতুন অধিনায়ক। থ্রি লায়ন্সদের নেতৃত্বের ক্ষেত্রে ঘুরেফিরে আসছে দুটি নাম অভিজ্ঞ বেন স্টোকস ও তরুণ হ্যারি ব্রুক। তবে শেষ পর্যন্ত কার কাঁধে নেতৃত্বের ভার উঠছে তা চূড়ান্ত করবে ইংলিশ ক্রিকেট বোর্ড।

 

তবে ইংলিশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর রব কি এরই মধ্যে পরবর্তী অধিনায়ক হিসেবে বেন স্টোকসকে বিবেচনায় রেখেছেন। তার মতে, স্টোকসকে অধিনায়ক না করাটাই হবে মূর্খতা। ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার ২০২২ সাল থেকেই দায়িত্ব পালন করছেন ইংল্যান্ডের লাল বলের অধিনায়ক হিসেবে। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর আর সীমিত পরিসরের ক্রিকেটে জাতীয় দলের হয়ে খেলেননি স্টোকস। যার জন্য অনেকেই মনে করেন হ্যারি ব্রুককেই দায়িত্ব দেয়া উচিত।

 

তবে অধিনায়কত্ব নিয়ে ইসিবিকে ব্যতিক্রমধর্মী প্রস্তাবনা দিয়েছেন ইংল্যান্ডের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ান মরগান। তার পরিকল্পনা অনুযায়ী দ্বিপাক্ষিক সিরিজগুলোতে ইংল্যান্ডের নেতৃত্ব দেবেন স্টোকসের সহযোগী। আর বিশ্বকাপের মতো আইসিসির বড় ইভেন্টগুলোতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন স্টোকস।

 

মরগান বলেন, ‘আমার মনে হয় বেন স্টোকসকে দায়িত্ব দিতে গিয়ে একটু অপ্রথাগত পথে হাঁটা যায়। যেখানে স্টোকসকে পূর্ণকালীন অধিনায়ক করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা থাকবে না। এমন একটা ব্যবস্থা করা যেতে পারে যেখানে বেন স্টোকস আসা যাওয়ার মধ্যে থাকবেন। বড় টুর্নামেন্টের আগে সে প্রস্তুতি নেবে এবং অধিনায়কত্ব করবে। এরপর আরেকটা আসরের জন্য অপেক্ষা করবে। মাঝের সময়টাতে সে টেস্ট ক্রিকেট নিয়ে ভাববে।’

 

আরও পড়ুন: অ্যাশেজের আগে অস্ট্রেলিয়া সফর করবে ভারত ও দ. আফ্রিকা

 

বাটলারের সহযোগী হিসেবে হ্যারি ব্রুককেই বিবেচনায় রেখেছেন মরগান। বাটলারের অনুপস্থিতে আস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রুকের অধিনায়কত্বে মুগ্ধ হয়েছেন ২০১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

 

সাবেক এ ইংলিশ অধিনায়ক বলেন, ‘ব্রুককে অধিনায়ক হিসেবে বিবেচনা করা যায়। বিশেষ করে যদি ইংল্যান্ডের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা থাকে। সে চমৎকার অধিনায়ক হবে। গত বছর আস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ অধিনায়কত্ব করেছে।’

 

আরও পড়ুন: ২৯ বছরের অপেক্ষা ঘুচল দক্ষিণ অস্ট্রেলিয়ার

 

যদিও অজিদের বিপক্ষে ইংল্যান্ড সেই ওয়ানডে সিরিজ হেরেছে ৩-২ ব্যবধানে।

]]>
সম্পূর্ণ পড়ুন