অতিরিক্ত আইজি মো. ফজলুল করিমকে কচুয়া সমিতির সংবর্ধনা

২ সপ্তাহ আগে
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) পদে পদোন্নতি পাওয়ায় চাঁদপুরের কচুয়ার কৃতী সন্তান কাজী মো. ফজলুল করিমকে সংবর্ধনা দিয়েছে কচুয়া উপজেলা সমিতি, ঢাকা।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর রাজউক মিলনায়তনে এই সংবর্ধনা দেয়া হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন বঞ্চিত থাকার পর পুলিশের এই চৌকশ কর্মকর্তাকে সরকার মূল্যায়ন করায় দেশে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন হবে। এটি ভবিষ্যতে সৎ ও নির্ভীক কর্মকর্তাদের দায়িত্বশীল, আন্তরিক ও পেশাদার থাকতে অনুপ্রাণিত করবে।
 

আরও পড়ুন: পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল


এ সময় কচুয়াবাসী নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে নতুন অতিরিক্ত আইজি মো. ফজলুল করিমকে আহ্বান জানান।


কচুয়া সমিতির সভাপতি ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ড. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সমিতির কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য মফিজুল ইসলাম, এ টু আই-এর চিফ টেকনোলজি অফিসার মাসুদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহ এমরান এবং পুলিশের অতিরিক্ত আইজি কাজী মো. ফজলুল করিম।

]]>
সম্পূর্ণ পড়ুন