শনিবার (২৫ অক্টোবর) সিলেট মহানগর এলাকায় সিএনজি চালিত থ্রি হুইলার যানবাহন ও প্যাডেল চালিত রিকশার ভাড়া নির্ধারণ সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। এতে রাজনীতিক, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা অংশ নেন।
সভায় নগরবাসীর স্বাচ্ছন্দ্য ও সিএনজি–রিকশা চালকদের স্বার্থ বিবেচনায় যৌক্তিক ভাড়া নির্ধারণের বিষয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: সাংবাদিককে মারধরের ঘটনায় সিএমপির ডিসি আমিরুলকে প্রত্যাহারের দাবি
পুলিশ কমিশনার বলেন, নগরবাসীর স্বাচ্ছন্দ্য যাতায়াত নিশ্চিত করতে ভাড়ার বিষয়টি বাস্তবসম্মতভাবে নির্ধারণ করা হবে, যাতে চালক ও যাত্রী উভয় পক্ষেরই স্বার্থ রক্ষা হয়।
তিনি আরও বলেন, বর্তমানে সিএনজি চালিত যানবাহনে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি সিএনজির সামনে ও পেছনে গ্রিল লাগানো বাধ্যতামূলক করতে হবে এবং সর্বোচ্চ তিনজন যাত্রী বহন করতে পারবে।
আমরা চাই অনিয়মগুলো দূর করে নগরবাসীকে স্বস্তি দিতে হবে বলেও জানান তিনি।
]]>
৩ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·