নিহত রবিউল ইসলাম রংপুর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কেরানীর হাট বখতিয়ারপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে। তিনি একটি বেসরকারি মাদরাসায় শিক্ষকতা করতেন এবং পাশাপাশি রাতে অটোরিকশা চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে গিড়িয়ারপাড় এলাকায় তামাকক্ষেতে পানি দিতে গিয়ে ডোবার পাশের কালভার্টের ভেতর একটি জুতা দেখতে পান এক কৃষক। পরে তিনি উঁকি দিয়ে কালভার্টের ভেতরে মরদেহটি দেখতে পেয়ে আশপাশের লোকজনকে জানান। স্থানীয় লোকজন সেখানে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি শনাক্ত করেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: রংপুরে ধানক্ষেত থেকে অটোচালকের মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার অভিযোগ
নিহত রবিউলের বড় ভাই মাসুদ রানা বলেন, ‘মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে অটোরিকশা বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রবিউল। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে বুধবার সকালে হাজিরহাট থানায় বিষয়টি জানাতে যাই। এ সময় জানতে পারি, গঙ্গাচড়ার গিড়িয়ারপাড় এলাকায় এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে আমরা লাশ শনাক্ত করি।’
এদিকে খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
]]>
৪ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·