অটোরিকশা চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ দুজনের মৃত্যু

১ সপ্তাহে আগে
পাবনার ঈশ্বরদীতে নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকার কারণে পাশের এলাকার এক প্রতিবেশীর বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাকশি ইউনিয়নের এম এস কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।


বিদ্যুৎস্পৃষ্টে মৃতরা হলেন- পাকশি ইউনিয়নের হঠাৎ পাড়া গ্রামের মৃত ফজল মাতুব্বরের ছেলে অটোরিকশা চালক মো. আয়নাল হোসেন (৪৫) ও এম এস কলোনি এলাকার মোছা. ফাতেমা বেগম (৬৫)।


স্থানীয়রা জানান, আয়নাল মাতুব্বর পেশায় একজন রিকশাচালক। তার বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকার কারণে তিনি কয়েকদিন ধরে ওই বাড়িতে তার অটোরিকশা চার্জ দিতে আসেন। আজ সন্ধ্যার সময় চার্জ দিতে গিয়ে হঠাৎ করে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করতে থাকেন। এ সময় বাড়িতে থাকা ফাতেমা বেগম দৌড়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করেন। পরে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এদিকে রিকশাচালক আয়নালের সঙ্গে আসা তার ছোট ছেলে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকলে তারা এসে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেন। ততক্ষণে ঘটনাস্থলেই আয়নাল মাতুব্বরের মৃত্যু হয় এবং ফাতেমা বেগমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


আরও পড়ুন: খুলনায় সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ দুই মাদ্রাসাছাত্র


পাকশি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাকিউল ইসলাম বলেন, ঘটনাটি শোনামাত্র আমরা ঘটনাস্থলে এসেছি। পরবর্তী করণীয় নির্ধারণের জন্য নিহতদের পরিবার ও স্বজনদের সঙ্গে আলোচনা চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন