স্থানীয়রা জানান, দুপুরে ৫৫ বছর বয়সী এক নারীর মরদেহ নদীতে ভাসতে দেখে জাতীয় পরিসেবা ‘৯৯৯’এ কল করে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ ওই নারীর মরদেহ নদী থেকে তীরে নিয়ে আসে। ওই নারীর পরনে জামা ছিল। এ ছাড়াও মরদেহের সঙ্গে লাঠি ও গামছা পাওয়া গেছে বলে জানান স্থানীয়রা৷
আরও পড়ুন: বরিশালে নিখোঁজের চার দিন পর নারীর মরদেহ উদ্ধার
বগুড়ার সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।