৯৯৯-এ ফোন করে ছিনতাইয়ের অভিযোগ দিয়ে নিজেই গ্রেফতার!

৪ সপ্তাহ আগে
সিলেটে মিথ্যা ছিনতাইয়ের অভিযোগ এনে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই বিপাকে পড়েছেন রিপন মিয়া (৩৩)।

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর শাহপরাণ এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত রিপন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার তিমিরপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। বর্তমানে তিনি সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন উত্তর জাহানপুর এলাকায় বসবাস করছেন।


পুলিশ জানায়, ঘটনার দিন রিপন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেন, টিলাগড় সরকারি কলেজের সামনে আফজল ও তার সঙ্গীরা তার মোবাইল ও নগদ অর্থ ছিনতাই করেছে। খবর পেয়ে শাহপরাণ থানার পিএসআই মেহেদী আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। রিপনের দেওয়া তথ্যানুযায়ী পুলিশ একটি গ্যারেজের সামনে সিকিউরিটি গার্ড জুনেদ মিয়াকে খুঁজে পায়। রিপন তাকে দেখেই হামলা করেন এবং মারধর শুরু করেন। পুলিশ উভয়কে নিয়ন্ত্রণে নিয়ে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় গাড়িতে আটকে ছিলেন চালক, ৯৯৯ এ কলে উদ্ধার

থানায় রিপন লিখিত অভিযোগ দেন জুনেদ, আফজলসহ আরও ২/৩ জনের বিরুদ্ধে। তবে পুলিশ রিপনের বক্তব্য সন্দেহজনক মনে করে তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে, ঘটনাস্থলে রিপন ও আফজল মোবাইলে জুয়া খেলছিলেন। পাওনা টাকা নিয়ে হাতাহাতির একপর্যায়ে নিরাপত্তাকর্মী জুনেদ তাদের সরিয়ে দেন। ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে রিপন ৯৯৯-এ মিথ্যা ছিনতাইয়ের অভিযোগ করেন।


জিজ্ঞাসাবাদে রিপন স্বীকার করেন, ‘কোনো ছিনতাই হয়নি, আমি প্রতিপক্ষকে ফাঁসাতেই এই নাটক সাজাই।’


সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাজানো হয়েছিল। রিপনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন