৯০ কেজি হরিণের মাংসসহ বোট জব্দ করল কোস্টগার্ড

২ সপ্তাহ আগে
বরগুনার পাথরঘাটায় ৯০ কেজি হরিণের মাংসসহ একটি বোট জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১০ টায় বরগুনার পাথরঘাটার কোস্টগার্ড স্টেশন বিষখালী নদী সংলগ্ন হরিণঘাটা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশি করে ৯০ কেজি হরিণের মাংসসহ বোটটি জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

জব্দ করা মাংস এবং বোট পাথরঘাটা বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

আরও পড়ুন: সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে দুই জলদস্যু আটক, উদ্ধার দুই জেলে

 

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন