বুধবার (১৪ মে) সকালে নগর ভবনের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন তারা। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ মানববন্ধনে যোগ দেন।
তারা জানান, জুলাই আন্দোলনের পর ফ্যাসিস্ট সরকারের দোসর, অবৈধ মেয়র শেখ ফজলে নুর তাপস পালিয়ে গেলে মেয়র পদ শূন্য হয় দক্ষিণ সিটি করপোরেশনের।
আদালতের রায় ও রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন উচ্চ আদালতে আপিল না করার পরেও শুধুমাত্র সরকারের অবহেলায় মেয়র পদে দায়িত্ব নিতে পাড়ছেন না বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন। এতে সিটি করপোরেশনের নানা সেবা ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
দ্রুত সময়ের মধ্যে শপথ গ্রহণের মাধ্যমে তাকে দায়িত্ব বুঝিয়ে না দিলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনে আসা সাধারণ মানুষ।
]]>