৯ হাজারেরও বেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালদ্বীপ

১ দিন আগে
গত দুই বছরে মালদ্বীপে কর্মরত বিভিন্ন দেশের ১ লাখ ৯১ হাজার ৭০০ জনেরও বেশি অভিবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে। পাশাপাশি বিভিন্ন কারণে ৯ হাজারেরও বেশি অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে ক্ষমতাসীন দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) আয়োজিত এক সমাবেশে ভাষণ দেন প্রেসিডেন্ট মুইজ্জু। এ সময় অভিবাসী প্রসঙ্গে তিনি বলেন, অবৈধ অভিবাসীদের সমস্যা কার্যকরভাবে সমাধান করা বর্তমান প্রশাসনের অন্যতম প্রধান অগ্রাধিকার। 

 

তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী সরকারদের আমলেও এই সমস্যাটি অব্যাহত ছিল। কিন্তু কেউই এটি সমাধানে সফল হয়নি। তবে বর্তমান সরকার ইতিমধ্যেই এই সমস্যা সমাধানের জন্য খুব দ্রুতই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

তিনি জানান, তার সরকার ক্ষমতায় এসে যখন কাজ শুরু করেছিল, তখন মালদ্বীপে অভিবাসীদের সংখ্যা সম্পর্কে কোনো পরিসংখ্যান ছিল না। সরকার ১ লাখ ৯১ হাজার ৭২৩ জন অভিবাসী কর্মীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করেছে। তিনি বলেন, ‘যার মাধ্যমে আমরা এখন জানি মালদ্বীপে কারা অভিবাসী, তারা কোথায় থাকে এবং কি করে। তাদের সমস্ত প্রাসঙ্গিক তথ্য এখন আমাদের হাতে আছে।’ 

 

আরও পড়ুন: মালদ্বীপে যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৬৬ অভিবাসী গ্রেফতার

 

তিনি আরও জানান, গত দুই বছরে সরকার মালদ্বীপ থেকে ৯ হাজার ২১ জন অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। যার মধ্যে রয়েছে অনিবন্ধিত অভিবাসী, বিভিন্ন অপরাধে জড়িত প্রবাসী এবং যারা বৈধ হতে চাননি তারা। যা এই সংখ্যা পূর্ববর্তী সরকারদের অধীনে ফেরত পাঠানোর চেয়ে ১৪৩ শতাংশ বেশি।

 

এছাড়াও প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, বায়োমেট্রিক তথ্য প্রদানের সময়সীমা শনিবার (১৫ নভেম্বর) শেষ হয়ে যাবে। রোববার (১৬ নভেম্বর) থেকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হবে। এই অভিযানে যদি কোনো অভিবাসী নিবন্ধিত না থাকে বা বায়োমেট্রিক তথ্য জমা না দেয়, তাহলে তাকে অবিলম্বে নির্বাসিত করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন