৯ মাসে হাফেজ হলেন ৯ বছরের গালিব

২ সপ্তাহ আগে
মাত্র নয় মাসে কোরআনে হিফজ সম্পন্ন করেছে কুমিল্লার ৯ বছর বয়সী এক প্রতিভাবান শিশু, উসমান খন্দকার গালিব। সোমবার (২৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে সে পবিত্র কোরআনের হাফেজ হিসেবে স্বীকৃতি লাভ করে।

উসমান গালিব কুমিল্লা মহানগরের নূরপুর খন্দকার বাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ হাবিব খন্দকারের ছেলে। সে ছাতিপট্টি মসজিদের বিপরীতে অবস্থিত রিয়াদুল কোরআন ইসলামিক একাডেমির হিফজ বিভাগের শিক্ষার্থী।

 

রিয়াদুল কোরআনের মোহতামিম হাফেজ মাওলানা সুলাইমান সরকার বলেন,

 

গালিব খুবই অল্প সময়ে হিফজ সম্পন্ন করেছে, যা অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। আমরা সবাই তার এই সাফল্যে আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করছি।

 

আরও পড়ুন: আখেরি চাহার শোম্বা কী ও কবে?

 

হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ইকবাল হুসাইন এবং সহকারী শিক্ষক হাফেজ মাওলানা কেফায়েতুল্লাহ গালিব সম্পর্কে বলেন,

 

সে অত্যন্ত মেধাবী, নম্র ও ভদ্র স্বভাবের ছাত্র। তার নিজের প্রচেষ্টা, বাবা-মায়ের নিবেদন এবং শিক্ষকদের পরিশ্রমের ফলেই এই বিশাল অর্জন সম্ভব হয়েছে।

 

উসমান খন্দকার গালিব ভবিষ্যতে একজন বড় আলেম ও দাঈ হিসেবে দেশ-বিদেশে ইসলামের খেদমতে নিজেকে নিবেদিত করতে চায়। তার এ অনুপ্রেরণাদায়ক সফলতা আগামী প্রজন্মের জন্যও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

]]>
সম্পূর্ণ পড়ুন