৯ বছরের আক্ষেপ ঘোচালেন রিকেলটন; ৩ উইকেট হারিয়ে বিপাকে পাকিস্তান

৬ দিন আগে
সবশেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার জার্সিতে ডাবল সেঞ্চুরি করেছিলেন সেই ২০১৬ সালে। কেপটাউনে সেবার ২০১ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন হাশিম আমলা। তারপর থেকে দীর্ঘ ৯ বছর ধরে আফ্রিকার জার্সিতে কেউ ডাবল সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না। ৯ বছর পর সেই আক্ষেপটা এবার ঘোচালেন রায়ান রিকেলটন। এ ছাড়া ভেরেইন ও বাভুমাও পেয়েছেন সেঞ্চুরির দেখা।

কেপটাউনে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে দারুণ একটি ইনিংস উপহার দেন রিকেলটন। ৩৪৩ বল খেলে এই ওপেনার করেছেন ২৫৯ রান। সেই সুবাদে প্রথম ইনিংসে ৬১৫ রানের বিশাল সংগ্রহ পেয়েছে প্রোটিয়ারা। 

 

গত ১১ বছরে ডাবল সেঞ্চুরি করা রিকেলটনই প্রথম ওপেনার। সবশেষ ২০১৩ সালে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ২৩৪ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। 

 

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে নেতৃত্ব দিতে পারেন পান্ডিয়া

 

তবে কেপটাউনে রিকেলটনের ইনিংসটাই দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। কিন্তু আর চার করলেই সাবেক কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে (২৬২) ছাড়িয়ে সবার উপরে থাকতেন তিনি। তবে সেই পথে বাধা হয়ে দাঁড়ান আমির হামজা। পাকিস্তানের এই পেসারের বলে মোহাম্মদ আব্বাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রিকেলটন।  

 

কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন অধিনায়ক বাভুমা। ১৭৯ বলে ১০৬ রান করা বাভুমাকে থামান সালমান আগা। এ ছাড়া আরও একজন ব্যাটার সেঞ্চুরির দেখা পেয়েছেন। ১৪৭ বলে ১০০ রান এসেছে উইকেটরক্ষক ব্যাটার ভেরেইনের ব্যাট থেকে। 

 

এ ছাড়া মার্কো জেনসেন ৬২ ও কেশভ মহারাজ করেন ৪০ রান। তা ছাড়া মার্করাম ছাড়া আর কোনও দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। শেষ পর্যন্ত ৬১৫ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। 

 

আরও পড়ুন: আউট না হয়েই করলেন ৫৪২ রান!

 

শেষ বিকেলে ব্যাট করতে নেমেই হোঁচট খায় সফরকারী পাকিস্তান। স্কোরবোর্ডে ২ রান যোগ হতেই অধিনায়ক শান মাসুদের উইকেট হারায় পাকিস্তান। দলীয় ১৮ রানে তারা হারায় কামরান গুলামকে। আউট হওয়ার আগে ১৭ বলে ১২ রান আসে তার ব্যাট থেকে। 

 

স্কোরবোর্ডে আর ২ রান যোগ হতেই তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। এবার তারা হারায় সৌদ শাকিলকে। ৬ বল খেলে কোনও রান না করেই সাজঘরে ফেরেন এই ব্যাটার। ২০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। সেখান থেকে দলকে লজ্জার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। 

 

দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ৬৩ রান। ৭৭ বলে ৩১ রান নিয়ে ক্রিজে আছেন বাবর আজম। আরেক প্রান্তে ২৮ বলে ৯ রান নিয়ে ক্রিজে আছেন রিজওয়ান। 

]]>
সম্পূর্ণ পড়ুন