বুধবার (০৭ মে) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের হাজির করা হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আজ এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এছাড়া, তাদের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলাও রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি শহীদুল হক, মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন মেল্লা ও সাবেক ডিএমপি আসাদুজ্জামান মিয়াকে।
এর আগে বুধবার (৯ এপ্রিল) ৯ তরুণকে জঙ্গি সাজিয়ে হত্যার মামলায় সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ ৩ জনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (০৬ মার্চ) জঙ্গি নাটক সাজিয়ে ৯ জনকে হত্যার অভিযোগে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এক আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
এ মামলায় সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানন মিয়া ও মিরপুরের তৎকালীন ডিসি জসিম উদ্দীন মোল্লাকে গ্রেফতার দেখানো হয়।
২৪ মার্চ তাদের হাজির করার দিন ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয় ৭ মে।
এদিন প্রসিকিউশনের ২০১৬ সালের ২৬ জুলাই কল্যাণপুরে ‘অপারেশন স্টর্ম-২৬’ নামের জঙ্গি বিরোধী অভিযানে নিহত হন ৯ জন। নিহতের পরিবারের দাবি, জঙ্গি নাটক সাজিয়ে তাদের হত্যা করা হয়।
]]>