আগামী জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারত। খেলবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। দল ঘোষণাও হয়ে যাবে কয়েক দিনের মধ্যেই। তার আগে কোহলির অবসরের সিদ্ধান্ত বিসিসিআইয়ের জন্য ধাক্কাস্বরূপই। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ তাদের এক প্রতিবেদনে কোহলির অবসর নেওয়ার ইচ্ছার ব্যাপারটি জানায়।
প্রতিবেদনে বলা হয়, কোহলি অবসরের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এবং সেটা বোর্ডকেও জানিয়েছেন। কিন্তু গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সিরিজের আগে এমন সিদ্ধান্ত নিয়ে কোহলিকে পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে বিসিসিআই। রোহিতের পর কোহলিকেও হারালে ইংল্যান্ড সফরে দলের ব্যাটিং লাইনআপ অনেকটাই অনভিজ্ঞ হয়ে পড়বে। সে কারণেই বোর্ডের পক্ষ থেকে কোহলিকে অনুরোধ করা হয়েছে এখনই টেস্ট ক্রিকেট না ছাড়ার জন্য।
আরও পড়ুন: এক ম্যাচে ১০ জন রিটায়ার্ড আউট, শূন্য রানে ফিরলেন ১৫ জন
কিংবদন্তি ব্রায়ান লারারও কোহলির প্রতি অনুরোধ, তিনি যেন এখনই টেস্ট ক্রিকেট না ছাড়েন। তার মতে, কোহলিকে টেস্ট ক্রিকেটের প্রয়োজন। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লেখেন, ‘টেস্ট ক্রিকেটে বিরাট কোহলিকে প্রয়োজন! তাকে রাজি করানো হবে। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবে না। কোহলি বাকি টেস্ট ক্যারিয়ারে ৬০ এর বেশি গড়ে রান করবে।’
২০১১ সালে ভারতের হয়ে টেস্ট অভিষেকের পর ১২৩টি ম্যাচ খেলেছেন কোহলি। যেখানে ৪৬.৮৫ গড়ে করেছেন ৯২৩০ রান। ২১০ ইনিংসে তার শতক ৩০টি আর অর্ধশতকের সংখ্যা ৩১টি।