মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের নতুন বাজার ও বেতবাড়িয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, পরিবেশ অধিদফতর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী বিভিন্ন ধারায় এসব ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ডিলারকে জরিমানা
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের বগুড়া বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দাস। এ সময় পরিবেশ অধিদফতর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদসহ দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে পুলিশের পাশাপাশি র্যাব, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরাও অংশ নেন। পরিবেশ অধিদফতর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদ জানান, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
]]>
১ সপ্তাহে আগে
১








Bengali (BD) ·
English (US) ·