৮৬৬ কোটি টাকায় স্প্যানিশ মিডফিল্ডার কিনল আর্সেনাল

৪ সপ্তাহ আগে
মার্টিন জুবিমেন্ডি বিগত দুই মৌসুম ধরে বড় বড় দলগুলোর নজরে। ইউরোয় ও রিয়াল সোসিয়েদাদের হয়ে গত মৌসুমের পারফরম্যান্সের পর ক্লাবগুলোর আগ্রহ তিনি আরও বাড়িয়ে দেন। সবাইকে টেক্কা দিয়ে হটকেক এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলে ভেড়াল মিকেল আর্টেটার আর্সেনাল।

চলতি গ্রীষ্মে জুবিমেন্ডি আর্সেনালের দ্বিতীয় সাইনিং, প্রথমজন জুবিমেন্ডির জাতীয় দলের সতীর্থ কেপা আরিজাবালাগা। গত ১ জুলাই চেলসি থেকে প্রায় ৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে আর্সেনাল তাকে দলে ভিড়িয়েছে। জুবিমেন্ডির পেছনে খরচ হয়েছে তার বহুগুণ বেশি। সোসিয়েদাদকে আর্সেনালের দিতে হবে প্রায় ৬০ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ৮৬৬ কোটি টাকারও বেশি। আর্সেনাল এই টাকা একবারে শোধ করবে না, কয়েক দফায় কিস্তিতে দেবে।


আর্সেনালের সঙ্গে জুবিমেন্ডি চুক্তি করেছেন ৫ বছরের, অর্থাৎ ২০৩০ সাল নাগাদ। গানার্সদের ডেরায় তিনি সঙ্গ পাবেন সোসিয়েদাদের সাবেক দুই ফুটবলার মিকেল মেরিনো ও মার্টিন ওডেগার্ডের। রয়েছেন স্পেন জাতীয় দলের সতীর্থ ডেভিড রায়াও। আবার কোচ মিকেল আর্টেটা ও তার জন্মস্থান-বেড়ে উঠাও এক জায়গায়—স্যান সেবাস্তিয়ান। দুজনের যুব পর্যায়ের খেলাও শুরু হয়েছিল একই ক্লাব অ্যান্টিগুয়োকোয়। কৈশোরে এই ক্লাবে পা পড়েছে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ শাবি আলোনসোরও।


আরও পড়ুন: কানাডিয়ান স্ট্রাইকারকে দলে নিল জুভেন্টাস


চলতি মৌসুমে আর্সেনালের দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার দল ছেড়েছেন। জর্জিনহো গেছেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোয়, থমাস পার্টের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এখনও নতুন কোনো দল খুঁজে পাননি। তাদের শূন্যস্থান পূরণ করতেই মিকেল আর্টেটার নতুন ফুটবলার কেনা। আর্সেনাল জানিয়েছে, ২৬ বছর বয়সি স্প্যানিশ ৩৬ নম্বর জার্সি পরে খেলবেন। এই জার্সি পরে সোসিয়েদাদে ৫২ ম্যাচ খেলেছেন তিনি। পরে ৩ ও শেষের দিকে ৪ নম্বর জার্সি বেছে নেন।

Controlling the tempo.

Martin Zubimendi is a Gunner ✊

Original music by Ezra Collective's Femi Koleoso. pic.twitter.com/sYbDanRUnT

— Arsenal (@Arsenal) July 6, 2025


কাগজে সই করে আর্সেনালের সাইটে জুবিমেন্ডি বলেছেন, ‘এটা আমার ক্যারিয়ারের এক বিশাল মুহূর্ত। আমি এই পদক্ষেপটিই খুঁজছিলাম এবং এটাই করতে চেয়েছিলাম। এখানে পা রাখার সঙ্গে সঙ্গেই আপনি বুঝতে পারবেন এই ক্লাব এবং এই দলটি কত বড়।’


সোসিয়েদাদের সিনিয়র দলের হয়ে জুবেমেন্ডি ২৩৬ ম্যাচ খেলে ১০ গোল ও ৯ অ্যাসিস্ট করেছেন। স্পেন জাতীয় দলে ২০২১ সালে অভিষেকের পর এখন পর্যন্ত খেলেছেন ১৯ ম্যাচ।

]]>
সম্পূর্ণ পড়ুন