মদন ট্রলারডুবি ট্রাজেডির ৫ বছরেও বাস্তবায়ন হয়নি তদন্তের সুপারিশ

৭ ঘন্টা আগে
নেত্রকোনার মদনের উচিৎপুর হাওরে ট্রলারডুবিতে ১৮ জনের মৃত্যু ঘটেছিলো আজ থেকে ঠিক পাঁচ বছর আগে। মঙ্গলবার (৫ আগস্ট) সেই হৃদয়বিদারক ঘটনার পঞ্চম বার্ষিকী।

২০২০ সালের এই দিনে ময়মনসিংহ সদর উপজেলার একটি মাদ্রাসার পিকনিক টিম আনন্দ ভ্রমণে গিয়ে উচিৎপুর হাওরে ট্রলারডুবির শিকার হয়। ৫০ জন আরোহীর মধ্যে ৩২ জন জীবিত উদ্ধার হলেও প্রাণ হারান ১৮ জন। নিহতদের মধ্যে ছয়জনই শিশু।

 

ঘটনার দিন ট্রলারটি ঘাট থেকে কিছুদূর যেতেই ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রথমে ১৭টি মরদেহ উদ্ধার করা হয়। পরদিন পানিতে ভেসে ওঠে আরও একজনের মরদেহ।

 

ট্র্যাজেডির পরপরই তৎকালীন জেলা প্রশাসক মঈনউল ইসলাম চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটি ঝড়ো বাতাস ও ঢেউকে দুর্ঘটনার জন্য দায়ী করে নিরাপত্তা জোরদারে সাতটি সুপারিশ করে, যার মধ্যে ছিলো নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট, রেজিস্ট্রেশন ও ফিটনেস পরীক্ষার বাধ্যবাধকতা, অতিরিক্ত যাত্রী পরিবহন রোধ, চালকদের প্রশিক্ষণ, ডুবুরি ইউনিট গঠন ও পুলিশ ক্যাম্প স্থাপন।

 

কিন্তু পাঁচ বছরেও প্রশাসনের পক্ষ থেকে ওই সুপারিশগুলোর কোনোটিই বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

 

আরও পড়ুন: নেত্রকোনায় বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ ২

 

পরবর্তীতে ঘটনার তদন্তে নৌ পুলিশ ট্রলারটির মালিক লাহুত মিয়া, চালক আল আমিন ও সহকারী কামরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করে। ২০২১ সালের ২৬ এপ্রিল মদন থানা পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে পাঠায়। পরে জামিনে বেরিয়ে আগের মতোই ফিটনেসবিহীন ট্রলার নিয়ে তারা যাত্রী পরিবহন চালিয়ে যাচ্ছেন।

 

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় এখনও হাওর অঞ্চলে ট্রলারচালকদের মধ্যে যাত্রী পরিবহনে প্রতিযোগিতা চলে। গেল বছর বালই সেতুর কাছে আরেকটি ট্রলারডুবির ঘটনা ঘটলেও তাতে প্রাণহানির ঘটনা ঘটেনি।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান জানান, তিনি সদ্য যোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে যাত্রী নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

 

স্থানীয় সচেতন মহল হাওর এলাকায় আবহাওয়া নির্ণায়ক যন্ত্র স্থাপনের দাবি জানিয়েছেন। তাদের মতে, হাওর ঘাট থেকে প্রতিবছর লাখ লাখ টাকা রাজস্ব আদায় হলেও প্রশাসনের নজরদারি নেই। গেল বছর উচিৎপুর ঘাট ৩৩ লাখ টাকায় ইজারা নেয়ার কথা জানিয়েছেন ইজারাদার আব্দুল হালিম।

]]>
সম্পূর্ণ পড়ুন