প্রায় দুই হাজার কোটি রুপি মূল্যের ৮৫০টি কামিকাজি ড্রোন কেনার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, এই ড্রোনগুলো সেনাবাহিনীসহ অন্যান্য প্রতিরক্ষা বাহিনী ও বিশেষ বাহিনীকে আধুনিক যুদ্ধ সক্ষমতায় সজ্জিত করতে ব্যবহার করা হবে।
মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, সেনাবাহিনীর ড্রোন ক্রয় সংক্রান্ত প্রস্তাবটি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠেয় প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদের উচ্চপর্যায়ের বৈঠকে অনুমোদন পেতে পারে।
সেই বৈঠকেই ড্রোন কেনার ব্যাপারে চূড়ান্ত ছাড়পত্র দেয়া হবে বলে জানানো হয়েছে। এই ছাড়পত্র মিললেই ড্রোন কেনার প্রক্রিয়া শুরু হবে।
আরও পড়ুন: ভারতে এক শ্রমিককে ‘বাংলাদেশি ভেবে’ পিটিয়ে হত্যার অভিযোগ
ভবিষ্যতে সব যুদ্ধ ইউনিটকে সজ্জিত করতে প্রায় ৩০ হাজার ড্রোন অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে ভারতের। সেনাবাহিনীর প্রতিটি পদাতিক ব্যাটালিয়নে একটি করে ‘অশনি প্লাটুন’ গঠন করা হবে, যারা শত্রু অবস্থান ও সন্ত্রাস দমন অভিযানে ড্রোন পরিচালনা করবে।
ভারতের সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা দেশটির বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, অপারেশন সিঁদুরে ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করে পাকিস্তানের ভেতরে ‘সন্ত্রাসী ঘাঁটিতে’ হামলা চালায় ভারতীয় সেনারা।
তার দাবি, অপারেশন সিঁদুরে খুবই কার্যকর যুদ্ধাস্ত্র ছিল ড্রোন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই আগামী দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর অস্ত্রভাণ্ডারে ড্রোনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা বাহিনী।
]]>
৩ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·