বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে সিনেমার প্রচারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হন তিশা। সেখানে ‘৮৪০’ নিয়ে কথা বলেছেন তিনি। তিশার সঙ্গে ছিলেন সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা নাসির উদ্দিন খান।
বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে অনুষ্ঠানটি হয় কলা ও মানববিদ্যা অনুষদের এক নম্বর গ্যালারিতে। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে এক খোলামেলা আলোচনায় অংশ নেন তারা। এরপর শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিশা ও নাসির উদ্দিন।
নাসির উদ্দিন খান বলেন, ‘সিনেমাটি দর্শকদের নিজের বিবেক জাগিয়ে তোলার আহ্বান জানায়। কারও বলা কথায় চোখ বন্ধ করে বিশ্বাস না করে সত্য যাচাই করার অভ্যাস গড়ে তুলতে হবে। সিনেমাটি সচেতনতার বার্তা দেয়, যা বন্ধু ও পরিবারের সঙ্গে উপভোগ করার মতো একটি কনটেন্ট।’
তিশা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা এই দেশের ভবিষ্যৎ। দেশের উন্নয়নে সবাইকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। শিক্ষার্থীদের জন্য এ সিনেমাটি তৈরি করা হয়েছে। আমাদের লক্ষ্য হলো ভবিষ্যৎ প্রজন্মকে রাজনৈতিক ও সামাজিক সচেতনতার দিকে ধাবিত করা।’
তিনি আরও বলেন, ‘সিনেমাটিতে ভোট ও গণতান্ত্রিক সচেতনতার প্রসঙ্গও উঠে এসেছে।’
শিক্ষার্থীরা যখন ভোট নিয়ে প্রশ্ন করেন তখন তিশা বলেন, ‘এমন অনেক বিষয়ের সঙ্গে তোমরা একাত্ম হতে পারবে। ভবিষ্যতে যাতে এসব সমস্যা না থাকে, তার জন্য তোমরাই উদ্যোগ নিতে পারো।’
আরও পড়ুন: ফারুকীর ‘৮৪০’ দেখে ফেসবুকে অনুভূতি জানালেন পাকিস্তানের হাইকমিশনার
মোস্তফা সরয়ার ফারুকী রাজনীতির জটিলতাকে কেন্দ্র করে নির্মাণ করেছেন তার এ নতুন সিনেমা ‘৮৪০’ ওরফে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। যা দেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
এর আগে ২০০৭ সালে রাজনীতিতে নেতাদের উত্থান-পতনের প্রেক্ষাপটে নির্মিত নাটক ‘৪২০’ দর্শকদের মাঝে সাড়া ফেলেছিল। সেই গল্পের ডাবল আপ হিসেবে তৈরি ‘৮৪০’ আবারও একই ঘরানার গল্পে দর্শকদের নতুন ভাবনার জগতে নিয়ে যেতে প্রস্তুত।
এ সিনেমায় অভিনয় করেছেন দেশের জনপ্রিয় তারকা নাসির উদ্দিন খান, নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, শাহরিয়ার নাজিম জয়, জায়েদ খান, এবং রাজশাহী ও নওগাঁর বেশ কয়েকজন স্থানীয় অভিনয়শিল্পী।
সিনেমার প্রধান চরিত্রে আছেন নাসির উদ্দিন খান ও নুসরাত ইমরোজ তিশা।
সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা ও ইমপ্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন এবং সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ। সম্পাদনায় ছিলেন তাহসিন মাহিম, পোশাক পরিকল্পনা করেছেন পূজাঞ্জলি চৌধুরী এবং শিল্প পরিকল্পনায় ছিলেন ইব্রাহিম এইচ বাবু।
ট্রেলার, পোস্টার ও প্রিমিয়ার শো নিয়ে এরইমধ্যে দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। চার দিনের নোটিশে মুক্তি দেয়া এ সিনেমা প্রেক্ষাগৃহে দর্শকদের উপভোগ্য হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।