৮ বছর পর ইংল্যান্ডের একাদশে ডসন

৩ সপ্তাহ আগে
ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। ৮ বছর পর ইংল্যান্ডের একাদশে জায়গা পেয়েছেন লিয়াম ডসন।

লর্ডস টেস্টে আঙ্গুলের ইনজুরিতে পড়েন ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশির। তার বদলি হিসেবে দলে জায়গা পান লিয়াম ডসন। এবার একাদশেই সুযোগ পেয়ে গেলেন এই ইংলিশ অল রাউন্ডার। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।


৩৫ বছর বয়সি ডসন সবশেষ টেস্ট খেলেছিলেন ২০১৭ সালের জুলাইয়ে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। মাঝে জাতীয় দলের বাইরে থাকলেও প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে গেছেন। ২০২১ সালের পর থেকে তার ১৫টি পাঁচ উইকেট নেয়ার ইনিংসের মধ্যে ১২টিই এসেছে, যার মধ্যে ছিল তিনটি ১০ উইকেটের ম্যাচও।


আরও পড়ুন: টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করতে আইসিসির কমিটি গঠন 
 



২০২৩ মৌসুমে ডসন হ্যাম্পশায়ারের হয়ে নিয়েছিলেন ৫৪ উইকেট। পাশাপাশি ব্যাট হাতে করেছিলেন ৯৫৬ রান। পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পেয়েছিলেন পিসিএ বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার। চলতি গ্রীষ্মেও ধারাবাহিক ছিলেন—২১ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৫৩৬ রান।


এদিকে পেসার গুস অ্যাটকিনসনকে দলে নিলেও একাদশে সুযোগ দেয়া হয়নি। সদ্য হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফিরেছেন এই ইংলিশ পেসার। ফলে পেসার ইউনিট সামলাবেন সেই ক্রিস ওকস, ব্রাইডন কার্স এবং জফরা আর্চার।


ইংল্যান্ড একাদশ  

জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স ও জফরা আর্চার।

]]>
সম্পূর্ণ পড়ুন