বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্ন ছিল, শেখ হাসিনার সভাপতিত্বে যুক্তরাজ্য আওয়ামী লীগ আগামী ৮ ডিসেম্বর একটি সমাবেশ করতে যাচ্ছে। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। কীভাবে তিনি এ সুযোগ পাচ্ছেন?
উত্তরে রফিকুল আলম বলেন, ‘আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি, এ রকম একটা রাজনৈতিক মিটিং আছে। উনি (শেখ হাসিনা) বক্তৃতা দেবেন। আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি। কীভাবে এটা ফেসিলেটেড হচ্ছে এটা আমার বক্তব্য দেয়ার বিষয় না। তিনি ভারতে আছেন, ভারত সরকার কীভাবে এটা হ্যান্ডেল করছেন; তারা ভালো বলতে পারবেন।’
আরও পড়ুন: শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে যা বলল পররাষ্ট্র মন্ত্রণালয়
আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘শেখ হাসিনা প্রসঙ্গে আমাদের যে ভূমিকা নেয়ার কথা, সেই সময় এখনও আসেনি। এ বিষয়ে আমার পূর্বসূরি (সাবেক মুখপাত্র তৌফিক হাসান) নিশ্চয়ই একটা বক্তব্য আপনাদের দিয়েছেন। এটার একমাত্র বিষয় শুধু আমরা না। এখানে আমরা একটা অংশ। আমাদের যে অংশে ভূমিকা পালন করার কথা, তা প্রয়োগ করার সময় এখনও আসেনি। ওইটা যখন আসবে তখন আমরা করব।’
শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আদালত বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো আবেদন এসেছে কি না- জানতে চাইলে মুখপাত্র বলেন, ‘আমার জানামতে এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো নির্দেশনা আসেনি।’