বছরের শেষ দিন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ফেসবুকে বলি অভিনেত্রীর ৫টি ছবি পোস্ট করেন বারিশ। পোস্ট করা সেসব ছবিতে মুটিয়ে যাওয়া তামান্নাকে দেখা যাচ্ছে।
ক্যাপশনে বারিশ লেখেন, তামান্না ভাটিয়া আন্তর্জাতিক মানের তারকা; যিনি আমার ও আপনাদেরও অনেক প্রিয়। বাংলাদেশের মেয়েদেরও খুব প্রিয়। সে কিন্তু জিরো ফিগারের নয়, বরং তার শরীরের মেদ নিয়েও স্টেজ এ আকর্ষণীয় পোশাকে সবাইকে মুগ্ধ করে তার প্রতিভায়।
তিনি আরও লেখেন, তাকে আমাদের দেশের মেয়েরা খুব প্রশংসায় ভাসিয়ে দেয়। সে প্রশংসা পাওয়ারই যোগ্য, তবে আমরা নই। আমরা অকর্ম, সব গালাগাল পাওয়ার যোগ্য; কারণ আমরা বলিউড নই, আমরা শ্যাম বাঙালি!
ভালোবাসি সবাইকে।
বারিশের এমন পোস্টে নেটিজেনদের অনেকেই নেতিবাচক মন্তব্য শুরু করেন। তন্ময় চক্রবর্তী নামে এক তামান্না ভক্ত লেখেন, তামান্না সিন্ধি জাতের মেয়ে। সিন্ধি বংশগতরা চেহারার দিকে অনেক সুন্দর হয়ে থাকে। আর তামান্না মুখে কোনো সার্জারিও করে নাই। তামান্না ভাটিয়ার সাথে নিজেকে মেলাতে যাবেন না।
মেহেরুন্ননেসা মলি নামে একজন লেখেন, কীসের সাথে কী তুলনা করলেন আপু। ওরা এট লিস্ট ওদের কাজের একটা স্ট্যান্ডার্ড রাখে। আপনাদের মতো উল্টা পাল্টা আনপ্ল্যানড কাজ করে ট্রলড হয় না।
তবে এসব নেতিবাচক মন্তব্যের সঙ্গে বারিশ ভক্তরাও মডেলের পাশে দাঁড়ান। তৃপ্তি কর্মকার রায় লেখেন, তোমাকে খুব ভালো লাগে আপু, তোমার জন্য ভালোবাসা এবং শুভ কামনা।
আরও পড়ুন: ট্রলের শিকার হয়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনে বারিশ হক
সমালোচনার মুখে পড়ে বারিশ তার মন্তব্যের ঘরে লেখেন, বাংলাদেশের মানুষের বিবেক বুদ্ধির অনেক অভাব। আমি শুধু মানসিকতার কথা বলেছি। আমি কারো সাথে কারো তুলনা দেইনি। তুলনা দেয়া সম্ভবও না। কারন আমার ও তার কাজ ভিন্ন। আমি আমার জায়গায় বেস্ট সে তার জায়গায় বেস্ট। মানুষ না বুঝে কমেন্ট করা শুরু করে। সবাইকে নতুন বছরের শুভেচছা।
আরও পড়ুন: সন্তানসম্ভবা বারিশা হকের ক্যাটওয়াক
প্রসঙ্গত, শোবিজ দুনিয়ায় মডেলিং, উপস্থাপনা ও নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান বারিশা হক। বিভিন্ন ব্র্যান্ড প্রোমোটিংয়ের কাজ করে সোশ্যাল মিডিয়ায় শক্ত অবস্থান গড়েছেন তিনি। অন্যদিকে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া হিন্দি সিনেমার পাশাপাশি তেলুগু ও তামিল ছবিতে অভিনয় করেন। গত বছর বলিউড সিনেমা ‘স্ত্রী টু’-তে আইটেম সং ‘আজ কি রাত’ এ কাজ করে দর্শক মাতিয়েছে এ সুপারস্টার।
]]>