৭৫ বছর বয়সে বিএ পাস করলেন কৃষক সাদেক আলী

৩ সপ্তাহ আগে
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ৭৫ বছর বয়সী এক কৃষক বিয়ে পাশ করেছেন৷ তার এই সাফল্যে রোববার (৭ সেপ্টেম্বর) বাউবি অডিটোরিয়ামে তাকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সদ্য বিএ পাস করা সাদেক আলী নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের আবুল কাশেমের ছেলে। তিমি নাটোর দিঘাপতিয়া এম কে কলেজ থেকে সম্প্রতি বিএ পাস করেছেন।


বাউবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, 'অসুস্থ শরীর, ভাঙা পা, তবু ৭৫ বছর বয়সে বিএ পাশের এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, শিক্ষার কোনো বয়স নেই। সাদেক আলী অদম্য যোদ্ধা, এই সমাজের বাতিঘর। এটা কেবল ডিগ্রি অর্জনের গল্প নয়। এটা মানুষের ইচ্ছাশক্তির জয়, বয়সকে অতিক্রম করার গান, আজীবন শেখার এক অদম্য অঙ্গীকার। সাদেক আলীর নাম এখন শুধু পরীক্ষার ফলাফলের তালিকায় নয়, ছড়িয়ে পড়েছে গলির মোড়ে মোড়ে, চায়ের আড্ডার খোড়াক হিসেবে, প্রেরণার অনন্ত নদীর মতো। এটা শুধুই গল্প নয়, জীবনের জয়গাথা।


শিক্ষার্থী মো. সাদেক আলী প্রামাণিক বলেন, 'আমি ছোটবেলায় বাবা-মা হারিয়ে অনেক কষ্টের মধ্যে বেড়ে উঠেছি। আর্থিক সংকটে ইন্টারমিডিয়েটের পর পড়া ছাড়তে হয় এবং কৃষিকাজে মন দিয়ে পরিশ্রম করে জমিজমা, খামার ও বাগান গড়ে তুলি। ২০১৬ সালে পবিত্র হজ সম্পাদনের পর ছেলের উৎসাহে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ভালো ফলাফল করি, যা জীবনে নতুন অনুপ্রেরণা এনে দেয়।'


আরও পড়ুন: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৩৬ জন নিয়োগ


অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস এবং ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন