বৃহস্পতিবার (২৬ জুন) রাজবাড়ীর পাংশা পৌরসভা চত্ত্বরে ইসলামী আন্দোলন পাংশা উপজেলা শাখা আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, বাংলাদেশে ৭৩ সাল থেকে আজ পর্যন্ত কেউ একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারেনি। এজন্য আমরা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করছি।
তিনি আরও বলেন, শুধু হাবিবুল আউয়াল কিংবা নুরুল হুদাকে গ্রেফতার করলে হবে না। ২০১৪ ও ২০১৮ নির্বাচনে যারাই দিনের ভোট রাতে করতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তাদের সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। যাতে আগামীতে যারাই নির্বাচনে দায়িত্ব পালন করবেন, তারা অতীত থেকে শিক্ষা নিতে পারে।
তিনি বলেন, আমরা বাংলাদেশ থেকে বৈষম্য দূর করতে দুই হাজার মানুষ জীবন দিয়েছেন। অগণিত মানুষ পঙ্গুত্ববরণ করেছে। অথচ ৫ তারিখের পরে আবারো একটি দল দখলদারি, চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, অবিচার ও হত্যাযজ্ঞ চালাচ্ছে। আমরা এ দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে ও বৈষম্য দূর করতে রাস্তায় নেমেছিলাম।
আরও পড়ুন: বিএনপিকে যে বার্তা দিলেন ইসলামী আন্দোলনের ফয়জুল করীম
ইসলামী আন্দোলন পাংশা উপজেলা শাখার সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান কবিরের সভাপতিত্বে গণ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান (জাহিদ হাসান), সহ-সভাপতি মো. মুস্তাফিজুর রহমান, কালুখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মালেক, বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মুফতি রইস উদ্দিন প্রমুখ।