মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে নৃশংস হত্যা এবং সারা দেশে বিভিন্ন রাজনৈতিক শেল্টারে চলা চাঁদাবাজি, দখলদারিসহ নানান অপরাধ পরিস্থিতি নিয়ে শনিবার (১২ জুলাই) সকালে শাহবাগে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
দেশ গাজায় পরিণত হয়েছে উল্লেখ করে রিফাত রশিদ বলেন, ‘রাজনৈতিক শেল্টার ছাড়া এসব অপরাধ-অপকর্ম সম্ভব নয়। দিল্লিতে বসে শেখ হাসিনা যে ষড়যন্ত্র করছে সেখানে আমারা পা দিচ্ছি না তো!’
নতুন বাংলাদেশে কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি।
আরও পড়ুন: মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: বিচার দাবিতে উত্তাল দেশের বিশ্ববিদ্যালয়
তিনি বলেন, ‘ট্যাগিং হাসিনা স্টাইল, এসব বহু আগেই বাংলাদেশের মানুষ ছুড়ে ফেলেছে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। শিবির কিংবা জঙ্গি, বাংলাদেশবিরোধী নামের ট্যাগিং কেন করেন।’
ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ সন্ধ্যা ৭টায় মশাল মিছিল বের করার ঘোষণা দিয়েছেন রিফাত রশিদ।
]]>