৭০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা অধ্যাপককে আবারও বদলি

২ সপ্তাহ আগে
জুলাই আন্দোলনের সময় ৭০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে আলোচনায় আসেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের অধ্যাপক মালেকা আক্তার বানু। পরবর্তীতে তাকে ব্রাহ্মণবাড়িয়া বদলি করা হয়। এবার তাকে জামালপুরে বদলি করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। বর্ণিত কর্মকর্তা আগামী ৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন।

 

অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন। বর্ণিত কর্মকর্তা আবশ্যিকভাবে তার পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।  

 

গত বছরের ৫ আগস্ট পরবর্তী সময়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে পদোন্নতি পান তিনি। পরে তার নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন করেছিলেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

 

আরও পড়ুন: জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি

 

পরে তাকে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে পুনরায় পদায়ন করা হয়।

 

প্রসঙ্গত, ২০২৪ সালে জুলাইয়ের প্রথম দিকে দেশজুড়ে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। সেই আন্দোলনে অংশগ্রহণ করেন ঢাকার সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীরাও। সেই জুলাই মাসের ২৫ তারিখে সরকারি তিতুমীর কলেজের শিক্ষক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও দর্শন বিভাগের অধ্যাপক মালেকা আক্তার বানু বাদী হয়ে প্রায় ৫০০-৭০০ আন্দোলনকারী শিক্ষার্থীদের আসামি করে বনানী থানায় মামলা করেন। সেই মামলায় কোটা সংস্কার আন্দোলনকারীদের দুষ্কৃতকারী হিসেবে উল্লেখ করা হয়।

 

]]>
সম্পূর্ণ পড়ুন