এবারের দলবদল উইন্ডোর শুরু থেকেই কারেরাসকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। মার্সেলোর বিদায়ের পর থেকেই রিয়াল তার বিকল্পের অভাবে ধুঁকছে। ফারল্যান্ড মেন্ডি বা ফ্রান গার্সিয়া সেভাবে প্রত্যাশা মেটাতে পারেননি। ফলে লস ব্লাঙ্কোরা হাত বাড়ায় এক সময় তাদেরই একাডেমিতে খেলা কারেরাসের দিকে। সে হিসেবে রিয়ালে যোগ দেয়াটা এই লেফটব্যাকের জন্য ঘরে ফেরা বলা যায়।
৬ বছরের চুক্তিতে এই লেফটব্যাককে দলে ভিড়িয়েছে রিয়াল। সে হিসেবে ২০৩১ সালের জুন পর্যন্ত মাদ্রিদে থাকবেন তিনি।
গ্যালিসিয়ার ফেরোলে জন্ম নেয়া কারেরাস ২০০৭ সালে স্থানীয় ক্লাব রেসিং দে ফেরোলের একাডেমিতে যগ দেন। সেখানে অবশ্য তিনি ফরোয়ার্ড হিসেবে খেলতেন। এক মৌসুমে ১০০ গোল করে তাক লাগানো কারেরাস ২০১২ সালে দেপোর্তিভো লা করুনার একাডেমিতে যোগ দেন। সেখানে তার পজিশন বদলে লেফটব্যাক হিসেবে খেলা শুরু করেন।
আরও পড়ুন: ক্লাব বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন যারা
২০১৭ সালে কারেরাস রিয়ালের একাডেমি লা ফ্যাব্রিকায় যোগ দিয়ে অনূর্ধ্ব-১৩ দলে খেলা শুরু করেন। তিন বছর রিয়ালের বয়সভিত্তিক দলে খেলেন এই লেফটব্যাক।
২০২০ সালে ৪ বছরের চুক্তিতে এই প্রতিভাবান লেফটব্যাককে দলে ভেড়ায় প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। তাকে দলে ভেড়াতে আগ্রহী ক্লাবের তালিকায় ছিল বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটিও। ইউনাইটেডের বয়সভিত্তিক দলে খেলে ২০২২ সালে ক্লাবটির অনূর্ধ্ব ২৩ দলের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে মূল দলে খেলার সুযোগ পাননি কখনো।
ইউনাইটেড থেকে ধারে প্রেস্টন নর্থ এন্ড, গ্রানাডা ও বেনফিকায় খেলার পর ২০২৪-২৫ মৌসুমে ৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে ভেড়ায় পর্তুগিজ ক্লাবটি।
গত মৌসুমে বেনফিকার জার্সিতে দারুণ পারফর্ম করে নজর কাড়েন কারেরাস। গত মৌসুমে সব মিলিয়ে ৫২ ম্যাচে ৪ গোল ও ৫ অ্যাসিস্ট করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে তার দুর্দান্ত পারফরম্যান্স সাড়া জাগিয়েছিল। ক্লাবটির হয়ে তিনি পর্তুগিজ কাপ জয়ের স্বাদও পেয়েছেন।
আরও পড়ুন: ভবিষ্যতে চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও গুরুত্বপূর্ণ হবে ক্লাব বিশ্বকাপ: চেলসির কোচ
রিয়াল মাদ্রিদ কারেরাসকে ফিরিয়েছে মূলত কোচ শাবি আলনসোর চাওয়াতেই। আধুনিক ফুলব্যাকের সব গুণই তার খেলায় দৃশ্যমান। দ্রুতগতি, টেকনিক্যালি দক্ষ, আক্রমণ ও রক্ষণে সমান কার্যকরি এবং ফুলব্যাক ছাড়াও সেন্টারব্যাক হিসেবেও খেলতে পারদর্শী তিনি। তার ক্রসিং দক্ষতা এবং দ্রুত নিজের জায়গায় ফিরে আসার দক্ষতা শাবির টেকনিকের সঙ্গে দারুণ মানানসই।
মঙ্গলবার (১৫ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টায় রিয়ালের সমর্থকদের সামনে তাকে উপস্থাপন করা হবে। তার পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। চলতি গ্রীষ্মে চতুর্থ খেলোয়াড় হিসেবে রিয়ালে যগ দিলেন কারেরাস। তার আগে ডিন হুইসেন, আলেক্সান্ডার-আর্নল্ড এবং ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে দলে ভিড়িয়েছে লস ব্লাঙ্কোরা।