ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ

১৩ ঘন্টা আগে
সারা দেশের সব নির্বাচন অফিসে ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটাররা আপত্তি জানাতে পারবেন আগামী ২১ আগস্ট পর্যন্ত। তবে নতুন তালিকায় কতজন যুক্ত হলো, তা সংবাদ সম্মেলন করে জানাবেন কমিশন সচিব।

রোববার (১০ আগস্ট) কমিশন সূত্রে এসব তথ্য জানা যায়।

 

সূত্র বলছে, এবার বাড়ি বাড়ি গিয়ে ৬০ লাখের বেশি ভোটারের তথ্য সংগ্রহে মৃত এবং নতুন ভোটার তালিকার হালনাগাদে ৪৪ লাখের মতো ভোটার নতুনভাবে যুক্ত হতে যাচ্ছে। সম্পূরক এই তালিকা থেকে দাবি আপত্তি শেষে এই তালিকা চূড়ান্ত হবে ৩১ আগস্ট। পরবর্তীকালে তফসিলের এক মাস আগে ৩১ অক্টোবরের মধ্যে যাদের বয়স ১৮ হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।

 

আরও পড়ুন: ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: সিইসি

 

সবশেষ তালিকা অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখের বেশি। একইসঙ্গে আজই শেষ হচ্ছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আপিলের শেষ সময়।

 

আরও পড়ুন: নির্বাচন সিস্টেমে আস্থা নেই মানুষের, কেন্দ্রে আনাই বড় চ‍্যালেঞ্জ: সিইসি

 

গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। প্রকাশিত ওই খসড়া তালিকার ওপর ১০ আগস্ট পর্যন্ত আপত্তি আহ্বান করা হয়। এছাড়া দেশীয় পর্যবেক্ষকদের নিন্ধনের আবেদনের শেষ সময় আজ।

]]>
সম্পূর্ণ পড়ুন