৭ মার্চের ভাষণ স্বাধীনতার ঘোষণা নয়: মান্না

৪ দিন আগে
৭ মার্চের ভাষণ স্বাধীনতার ঘোষণা নয়, শেখ মুজিব মুক্তিযুদ্ধের নির্দেশনা দেননি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর বারিধারায় স্বাধীনতা ও সশস্ত্র সংগ্রামের প্রধান সংগঠক প্রয়াত সিরাজুল আলম খানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে এসব কথা বলেন তিনি।

 

মান্না বলেন, গণঅভ্যুত্থানের পাঁচ মাসের মাথায় বড় রাজনৈতিক দলগুলো তাদের  চরিত্র বুঝিয়ে দিয়েছে, তাই সংস্কার ছাড়া দ্রুত নির্বাচন এসব কথা মানুষকে বলে লাভ হবে না।

 

সভায় সিরাজুল আলম খানের স্মৃতিচারণ করেন জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র সভাপতি আ স ম আবদুর রব।

 

আরও পড়ুন: সরকারের ঘোষণাপত্রে জুলাইয়ের আকাঙ্ক্ষা থাকতে হবে: নাসির পাটোয়ারী 

]]>
সম্পূর্ণ পড়ুন