৭ বছর মেয়াদি শরিয়াহ বন্ড ছাড়ছে সরকার

৩ সপ্তাহ আগে
রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সড়ক উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য ২ হাজার কোটি টাকার ইসলামি বন্ড (সুকুক) ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৭ বছর মেয়াদি সুকুক বন্ডের বিপরীতে বছরে ১০ দশমিক ৫০ শতাংশ হারে ভাড়া পাবেন বিনিয়োগকারীরা।

আজ (মঙ্গলবার (২৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি)।

 

এতে বলা হয়,  আগামী ১৯ মে ইসলামি সিকিউরিটিজ সেকেন্ডারি মার্কেটে এই সুকুক বন্ডের তালিকাভুক্তি কার্যক্রম শুরু হবে। বন্ড ইস্যুর আনুষ্ঠানিকতা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হবে।

 

এই বন্ডটির অভিহিত মূল্য দুই হাজার কোটি টাকা। বন্ডটির মুনাফা নির্ধারিত সময় অনুযায়ী বিনিয়োগকারীদের পরিশোধ করা হবে। সুকুকটি ইজারা পদ্ধতিতে ইস্যু করা হবে এবং এর মেয়াদ ২০৩২ সালের ২০ মে পর্যন্ত থাকবে।

 

আরও পড়ুন: বন্ড কী, এতে বিনিয়োগ করলেই কি লাভ?

 

বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত সুকুকের মাধ্যমে বিনিয়োগকারীদের বার্ষিক ১০.৫০ শতাংশ হারে মুনাফা প্রদান করা হবে, যা ষান্মাষিক ভিত্তিতে পরিশোধিত হবে। এই সুকুকের নিলামে অংশগ্রহণ করতে পারবেন বাংলাদেশের যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, যাদের বাংলাদেশ ব্যাংকের সাথে চলতি বা আল-ওয়াদিয়াহ্ চলতি হিসাব রয়েছে। এছাড়া দেশি-বিদেশি ব্যক্তিপর্যায়ের বিনিয়োগকারীরা, বীমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড, এবং ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ডও বাংলাদেশ ব্যাংকের সাথে তাদের চলতি হিসাবের মাধ্যমে নিলামে অংশগ্রহণ করতে সক্ষম হবে।

 

বিনিয়োগকারীরা এই সুকুকের মাধ্যমে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বা অন্যান্য অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বন্ড হস্তান্তর এবং লেনদেন সম্পন্ন করতে পারবেন।

 

বন্ডটির দরপত্র গ্রহণ প্রক্রিয়া শুরু হবে আগামী ১৮ মে সকাল ১০টায় এবং শেষ হবে ১৯ মে দুপুর সাড়ে ১২টায়। এরপর, ২০২৫ সালের ২০ মে নির্ধারণ করা হবে বন্ড ইস্যুর মুনাফার হার এবং বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটিজ হিসাবে লেনদেন সম্পন্ন হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন