বৃহস্পতিবার (২২ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট করে এমন প্রশ্ন তোলেন।
পোস্টে সারজিস লিখেন, ‘ডিএমপি কমিশনার বিভিন্ন পুলিশ কর্মকর্তাকে দায়িত্বশীল ভূমিকার জন্য পুরস্কৃত করছেন। খুবই ভাল কথা। কিন্তু এই ডিএমপির পুলিশরূপী কিছু ছ্যাঁচড়া চাঁদাবাজ এখনো দেদারসে ঘুষ খেয়ে যাচ্ছে, চাঁদাবাজির ভাগ নিচ্ছে, মিথ্যা মামলায় হয়রানি করছে।’
আরও পড়ুন: আগে স্থানীয় সরকার নির্বাচন চান সারজিস, জানালেন এর কিছু ‘উপকারিতা’
তিনি লিখেন, ‘নিরপরাধ মানুষকে গ্রেফতার করতে যাচ্ছে, টাকার বিনিময়ে আসামি ছেড়ে দিচ্ছে- এসব কালপ্রিট পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? এদের এই রমরমা লেনদেন বাণিজ্য বন্ধ করেন। এবার ধরলে কিন্তু ছাড় নাই।’
]]>