আগের টানা দুটি জয় স্পার্টা প্রাহা ও সাউদাম্পটনের বিপক্ষে। অবশ্য তখন সিটি শুধুই টানা ২টি ম্যাচে জিতেনি, সওয়ার হয়েছিল জয় নামক ঘোড়ার পিঠে। এরপর কী যেন হয়ে গিয়েছিল টানা তিন বার লিগ শিরোপা ঘরে তোলা দলটির। সেই কী হয়ে যাওয়ার রেশে ১৪ ম্যাচে তাদের জয় মাত্র ১টি।
এই ১৪টি ম্যাচের আগে গার্দিওলা ক্যারিয়ারে কখনও টানা ৪ ম্যাচ হারেননি। এটা শুধু সিটিতে নয়, তার পুরো কোচিং ক্যারিয়ার বিবেচনাতেই। সেই রেকর্ড ভেঙে গার্দিওলাকে ষোলকলা দেখিয়েছে হার নামক অনাকাঙ্খিত ফল। যার ফলে অনেকে সিটিতে গার্দিওলার শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু পেপ ফিরেছেন দারুণভাবেই, ওয়েস্ট হ্যামকে ৪ গোল হজম করিয়ে টানা দ্বিতীয় জয় তুলে।
আরও পড়ুন: এটাই লিভারপুলে সালাহর শেষ মৌসুম!
ঘরের মাঠে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে সিটি। সবশেষ ৫ ম্যাচে মাত্র ২টি গোল পাওয়া আরলিং হল্যান্ড করেছেন জোড়া গোল, একটি ফিল ফোডেনের। অন্য গোলটি আত্মঘাতী। ওয়েস্ট হ্যামের গোলটি নিকলাস ফুলক্রুগের।
এ জয়ের ফলে ২০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে ম্যানসিটি। ওয়েস্ট হ্যাম ২৩ পয়েন্ট নিয়ে আছে ১৩ নম্বরে।