গত বছরের মে মাসে ৬৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে রেকর্ড গড়েছিলেন জিব্রাল্টারের সেলি বার্টন। ৬৬ বছর ৩৩৪ দিন বয়সে অভিষেক হয়েছিল তার। এবার এই তালিকায় দ্বিতীয় স্থান দখল করলেন জোয়ানা চাইল্ড। ৬৪ বছর ১৮৪ দিনে অভিষেক হয়েছে এই ক্রিকেটারের।
সম্প্রতি নরওয়ের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ খেলে পর্তুগাল। সিরিজের ৩ ম্যাচেই পর্তুগিজ দলে ছিলেন জোয়ানা চাইল্ড। তবে ব্যাট ও বল হাতে তেমন আলো কাড়তে পারেননি এই ক্রিকেটার। প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে কেবল ২ রানে আউট হন। অবশ্য সেই ম্যাচে তার দল জিতেছে। ১০৯ রান করেও ১৬ রানের ব্যবধানে জয় পায় পর্তুগিজরা।
আরও পড়ুন: ৬৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক নারী ক্রিকেটারের
সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি চাইল্ড। বল করতে নেমে চার বলে ১১ রান দেন। জোয়ানার বাজে দিনে দলও হেরেছে। ১৩৭ রান তাড়ায় ৮ বল এবং ৫ উইকেট হাতে রেখে জিতেছে নরওয়ে। সিরিজের শেষ ম্যাচে ব্যাট ও বল কোনটাই করার সুযোগ পাননি জোয়ানা। তবে দল জিতেছে বড় ব্যবধানে।
এই সিরিজের আগে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি চাইল্ড। তবে সরাসরি জাতীয় দলে সুযোগ পাওয়া বয়োজ্যেষ্ঠা এই ক্রিকেটারকে দলের সবার জন্য অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন পর্তুগিজ অধিনায়ক।পর্তুগালের এই দলে যেমন ৬৪ বছরের চাইল্ড রয়েছেন তেমনই অনেক তরুণ ক্রিকেটারও রয়েছে। তারা হলেন- ১৫ বছরের ইশরাত চিমা, ১৬ বছরের মারিয়াম ওয়াসিম ও ১৬ বছরের আফশিন আহমেদ। নরওয়ের বিপক্ষে সিরিজ জয়ে বড় অবদান রেখেছেন এই তারা।