সাভারে বাসে ওঠার সময় ট্রাকের ধাক্কায় নিহত ২

৮ ঘন্টা আগে
সাভারে যাত্রীবাহী বাসে ওঠার সময় পেছন থেকে রডবাহী ট্রাকের ধাক্কায় মো. হোসেন ও সায়াত শেখ নামে দুই যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (৯ মে) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

সাভার হাইওয়ে থানা পুলিশ জানায়, নিহত দুই যাত্রী সড়ক বিভাজক পেরিয়ে সার্ভিস লেন থেকে সরাসরি মূল লেনে গিয়ে চন্দ্রাগামী একটি যাত্রীবাহী বাস থামানোর সংকেত দেন। এসময় বাসটি মূল লেনে থামিয়ে যাত্রীদের উঠতে সহায়তা করার মুহূর্তে পেছন থেকে একটি রডবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কা দেয়। এতে বাসে ওঠার সময় চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই দুই যাত্রী।

 

আরও পড়ুন: পঞ্চগড়ে ট্রাকচাপায় ২ কিশোর নিহত

 

খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

 

এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

]]>
সম্পূর্ণ পড়ুন