৬০ বছরে পা দিলেন শাহরুখ খান

২ সপ্তাহ আগে
২ নভেম্বর বলিউড তারকাদের জন্য এক ঝলমলে দিন। কারণ এ দিনেই বলিউড বাদশা পৃথিবীর আলো দেখেন। ১৯৬৫ সালের এ দিনেই দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন শাহরুখ খান। আজকের দিনে তিনি ৬০-এ পা দিয়েছেন।

জীবন গড়ার তাগিদে দিল্লি থেকে এসেছিলেন মুম্বাইয়ে—ব্যাগে ছিল সামান্য কাপড়, দুচোখ ভরা স্বপ্ন আর মায়ের একটি ছবি। কে জানত সেই তরুণ একদিন হয়ে উঠবেন বলিউডের সবচেয়ে বড় তারকাদের একজন। শাহরুখ আজ শুধু চলচ্চিত্র ব্যক্তিত্ব নন, তিনি কারও প্রেমিক, কারও প্রেরণা, কারও গুরু, আবার কারও প্রিয় অভিনেতা।


এ বছর অভিনেতার জন্য বিশেষ কারণ তার সন্তানদের প্রতিভা বিকশিত এবং বাস্তবায়ন হতে দেখছেন তিনি। বড় ছেলে আরিয়ানের সিনেমা মুক্তি পেয়েছে। আর মেয়ের সঙ্গে 'কিং' ছবির প্রথম টিজার প্রকাশিত হওয়ার কথাও রয়েছে।

 

আরও পড়ুন: শাহরুখকে প্রশংসা করে যা বললেন হলিউড তারকা জন সিনা


নিউজ নাউ থেকে জানা গেছে, আলিবাগের বাড়িতে জন্মদিন উদযাপনের পরিকল্পনা করা হয়েছে অভিনেতার। এদিকে, চলচ্চিত্র শিল্পে তার উত্তরাধিকার এবং অবদানের সম্মানে ৩১ অক্টোবর থেকে শুরু হয়ে দুই সপ্তাহের এসআরকে চলচ্চিত্র উৎসব চলছে, যা নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলবে।


পিভিআর আইএনওএক্স ৩০ এর বেশি ভারতীয় শহর এবং আন্তর্জাতিক মহলে ৭৫ এর বেশি সিনেমা হলে দুই সপ্তাহের উৎসবের ঘোষণা করেছে, যেখানে বলিউড বাদশাকে সম্মান জানাতে তার আইকনিক ছবিগুলো প্রদর্শিত হবে।


জন্মদিনে অভিনেতার বন্ধু কোরিওগ্রাফার ফারাহ খান লিখেছেন, "শুভ জন্মদিন রাজা, আরও ১০০ বছর রাজত্ব করুন।"


ইনস্টাগ্রামে মনীশ মালহোত্রা শাহরুখ খানের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন এবং তার জন্য জন্মদিনের নোট লিখেছেন। তাতে লেখা ছিল, "TheoneandOnly @iamsrk তোমার আজকের জন্মদিন থেকে শুরু করে বড় জন্মদিন পর্যন্ত তোমার জন্য শুভ জন্মদিনের শুভেচ্ছা.., সবচেয়ে স্টাইলিশ এবং ফিট এবং সর্বত্র সেরা.. ৯০ এর দশক থেকে সর্বদা একই ব্যক্তিত্ব, সর্বদা প্রশংসা এবং ভালোবাসা।"

 

আরও পড়ুন: যে কারণে প্রিয়াঙ্কাকে ‘পোষা ইঁদুর’ বলেছিলেন শাহরুখ খান!


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন, আমার ভাই শাহরুখ খানকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা! তুমি তোমার অসাধারণ প্রতিভা এবং কারিশমা দিয়ে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করতে থাকো।


শাহরুখ খান ২ নভেম্বর মুম্বাইয়ের বান্দ্রার বালগন্ধর্ব রঙমন্দিরে ভক্তদের সাথে দেখা করবেন। তার ফ্যান ক্লাবগুলির মাধ্যমে বিতরণ করা পাসসহ ভক্তদের জন্য প্রবেশাধিকার থাকবে।

]]>
সম্পূর্ণ পড়ুন