৬ হাজার টাকায় লাখ টাকার হাসি, চিয়া সিড চাষে তরুণের বাজিমাত

২ সপ্তাহ আগে
সুপারফুড হিসেবে খ্যাত চিয়া সিড চাষ করে সাড়া ফেলেছেন শেরপুরের এক তরুণ কৃষি উদ্যোক্তা। মাত্র ৬ হাজার টাকা খরচ করে লাখ টাকা লাভের আশা করছেন। দূরদূরান্ত থেকে প্রতিদিন ভিড় করছেন চিয়া সিড চাষে আগ্রহী কৃষকরা। বিদেশি এই শস্য চাষে সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের।

শেরপুর সদর উপজেলার সূর্যদী গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা শিমুল মিয়া। কৃষি বিভাগের সহযোগিতায় গত বছরের ডিসেম্বরে পরীক্ষামূলক চাষ করেন উচ্চ মূল্যের বিদেশি ফসল চিয়া সিড। ৫০ শতাংশ জমিতে ৬ হাজার টাকা খরচ হলেও আশা করছেন লাভের হবে লাখ টাকা।

 

তিনি বলেন, প্রায় ২০০ কেজির মতো ফলন হবে এবার। যা বিক্রি করে প্রায় ১ লাখ টাকা পাওয়া যাবে।

 

আরও পড়ুন: প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?

 

আবহাওয়া উপযোগী ও ভালো লাভের আশায় এই শস্য আবাদে আগ্রহী বহু কৃষক। তাই দূরদূরান্ত থেকে আসছেন চিয়া সিডের ক্ষেত দেখতে। জেনে নিচ্ছেন চাষ পদ্ধতি। স্থানীয় কৃষকরা জানান, চিয়া সিড অনেক লাভবান ফসল। এটি চাষ করে কৃষকরা লাভবান হতে পারবেন।

 

শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, চিয়া সিডের বাজারমূল্য অনেক ভালো। এখন অনেক এটি চাষে আগ্রহ দেখাচ্ছেন। এ বিষয়ে কৃষি বিভাগ থেকে আগ্রহীদের পরামর্শ দেয়া হচ্ছে।

 

বীজ বপনের ৯০ থেকে ১০০ দিনের মধ্যে এই ফসল ঘরে তোলা যায়। দেশের বিভিন্ন সুপারশপ ও অনলাইনে প্রতি কেজি চিয়া সিডের বাজারমূল্য ৫০০ থেকে ৬০০ টাকা কেজি।

]]>
সম্পূর্ণ পড়ুন