৬ দফা দাবিতে কাপ্তাই পলিটেকনিক ইনস্টিটিউটে তালা ঝুলিয়ে দিলো শিক্ষার্থীরা

১ সপ্তাহে আগে
কাপ্তাইয়ে ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে সারাদেশের ন্যায় কাপ্তাই অবস্থিত সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে 'শাটডাউন' কর্মসূচি পালন করছে।

সকাল থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাভুক্ত কাপ্তাই  সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করছেন।


মঙ্গলবার (২৯ এপ্রিল) ২০২৫ তারিখ আনুমানিক পৌনে ১২টা থেকে  পৌনে ১টা পর্যন্ত কাপ্তাই উপজেলায় অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) শহীদ মিনার চত্বরে অকারিগরি ক্রাফটদের করা হাইকোর্টে রিটের রায়ের প্রতিবাদে ও ছয়দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএসপিআই'র সাধারণ শিক্ষার্থীরা ক্লাসও প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে  বিক্ষোভ মিছিল ও  ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি পালন করেছে।


এ সময় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী মো. রিসাদ মাহমুদ ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। এরপর মো. রিসাদ মাহমুদ ও একই ডিপার্টমেন্টের মো. মাসুমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। শিক্ষার্থীরা মিছিল সহকারে প্রথমে অধ্যক্ষের কক্ষে যায়। অধ্যক্ষ তার কক্ষ থেকে বের হয়ে যাওয়ার পর তারা কক্ষটি তালা বন্ধ করে দেয়। এরপর শিক্ষার্থীরা পর্যায়ক্রমে প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ডিপার্টমেন্টের সকল কার্যক্রম বন্ধ করার জন্য তালা লাগিয়ে দেয়। এ সময় প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।


আরও পড়ুন: প্রশাসনিক ভবনে তালা দিয়ে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ


শিক্ষার্থীরা জানান, ২৯ এপ্রিল থেকে আগামী ১০ মে পর্যন্ত শাটডাউন কর্মসূচি পালন করা হবে। এরপর কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষার্থে কাপ্তাই থানার পুলিশ নিয়োজিত থাকায় শিক্ষার্থীদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে দুপুরে শেষ হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন