এই প্রতিযোগিতায় বিশ্বের ৩০টিরও বেশি দেশের শীর্ষস্থানীয় ১০০'র বেশি আন্তর্জাতিক ড্রাইভার অংশগ্রহণ করেন। গ্রিডে ছিলেন বিশ্বখ্যাত নাম মারিও এঞ্জেল, অ্যাক্সিল জেফেরিসসহ জিটি ও ট্যুরিং কার রেসিংয়ের বহু অভিজ্ঞ ড্রাইভার। ক্রেভেন্টিকের টুয়েন্টি ফোর-এইচ সিরিজ দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ট্যুরিং কার রেসিংয়ের সর্বোচ্চ মানদণ্ড হিসেবে বিবেচিত—যেখানে অংশগ্রহণ করাই একটি বড় অর্জন।
বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলটি এই রেসে প্রতিদ্বন্দ্বিতা করে এমন একটি গাড়ি নিয়ে, যা পারফরম্যান্সের দিক থেকে গ্রিডের সবচেয়ে দুর্বল গাড়িগুলোর একটি ছিল এবং ল্যাপ টাইমে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় প্রায় ৩ সেকেন্ড ধীর। তবুও, অসাধারণ রেসক্রাফট, স্ট্র্যাটেজি ও মানসিক দৃঢ়তার মাধ্যমে অভিক আনোয়ার এবং তার সতীর্থ আহমেদ ও ফাহাদ সব প্রতিকূলতা অতিক্রম করে ৬ ঘণ্টার এন্ডুরেন্স রেস শেষে পডিয়ামে স্থান নিশ্চিত করেন।
আরও পড়ুন: রাজধানীতে ব্যাটল অব ক্লাব কারাতে চ্যাম্পিয়নশিপ–২০২৬ অনুষ্ঠিত
এই ফলাফল প্রমাণ করে—মোটরস্পোর্ট শুধুই যন্ত্রের খেলা নয়; এটি মনোবল, টিমওয়ার্ক ও অটল বিশ্বাসের লড়াই।
৬ষ্ঠ মিশেলিন ৬ ঘণ্টার আবুধাবি এন্ডুরেন্স রেসে ইতিহাস গড়েছে অভিক আনোয়াররা। ছবি: সংগৃহীত
রেস শেষে অভিক বলেন, 'বাংলাদেশকে আন্তর্জাতিক মোটরস্পোর্টের সর্বোচ্চ স্তরে প্রতিনিধিত্ব করা আমার আজীবনের স্বপ্ন ছিল। এত বড় মঞ্চে, এত কিংবদন্তি ড্রাইভারের সঙ্গে একই গ্রিডে দাঁড়িয়ে পডিয়ামে ফিনিশ করা—এটা শুধু আমার নয়, পুরো বাংলাদেশের অর্জন।'
তিনি আরও যোগ করেন, 'আলহামদুলিল্লাহ। সবকিছুর জন্য কৃতজ্ঞ। ইন শা আল্লাহ, সামনে আরও বড় লিগ, আরও বড় চ্যালেঞ্জ এবং আরও বড় স্বপ্ন অপেক্ষা করছে।'
এই অর্জনের মাধ্যমে আবারও প্রমাণিত হলো—বাংলাদেশি ড্রাইভাররা আন্তর্জাতিক মোটরস্পোর্টের বড় মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার সম্পূর্ণ যোগ্যতা রাখে।

৪ দিন আগে
৩








Bengali (BD) ·
English (US) ·