আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪১৭ রানের সংগ্রহ দাঁড় করায় এসেক্স। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথমবার ৪০০ রান পার করলো দলটি। এর আগে ৫ উইকেটে ৩৯১ রানই ছিল তাদের সর্বোচ্চ রানের ইনিংস।
সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটের ৮ম সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি। এ তালিকায় সবার উপরে আছে গ্লুচেস্টারশায়ার। ২০২৩ সালে ৪৫৪ রানের ইনিংস খেলেছিল দলটা।
আরও পড়ুন: শেষের ৫১ রানের মধ্যে ম্যাক্সওয়েলের একারই ৪৫, সিরিজ জিতল অস্ট্রেলিয়া
৩ ম্যাচের চুক্তিতে এসেক্সে যোগ দেন ক্যাম্ফার। ৪৮ ঘণ্টার চেয়েও কম সময়ে মাঠে নেমেই এমন দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এটি তার ক্যারিয়ারের ৩য় সেঞ্চুরি।
এ ছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে তার ক্যারিয়ারসেরা ইনিংসও এটি। এর আগে ২০২৩ সালে ওয়ানডে ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১২০ রানের ইনিংস খেলেছিলেন ক্যাম্ফার। এতদিন সেটিই ছিল তার সর্বোচ্চ।
এসেক্সের করা ৪১৭ রানের জবাবে তেমন সুবিধা করতে পারেনি সারে। ১৭৩ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। আর তাতেই ২৪৪ রানের বিশাল এক জয় পেয়েছে এসেক্স।
]]>