৫৭ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ উৎপাদন ইস্টার্ন রিফাইনারির

৩ দিন আগে
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো সর্বোচ্চ জ্বালানি তেল পরিশোধনের রেকর্ড গড়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ইস্টার্ন রিফাইনারির আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটি ১৫ লাখ ৩৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল পরিশোধন করেছে, যা এর ৫৭ বছরের ইতিহাসে সর্বোচ্চ।

 

১৯৬৮ সালে যাত্রা শুরু করা এই শোধনাগারের বার্ষিক উৎপাদনক্ষমতা ১৫ লাখ মেট্রিক টন। অতীতে ১২ থেকে ১৫ লাখ টনের মধ্যে উৎপাদন হলেও এবার সেই সীমা অতিক্রম করে নতুন উচ্চতায় পৌঁছেছে ইআরএল।

 

আরও পড়ুন: কমিশনিংয়ের বছর পার হলেও শুরু হয়নি এসপিএমের বাণিজ্যিক ব্যবহার

 

প্রতিষ্ঠানের এই নজিরবিহীন সাফল্যের পেছনে কর্মকর্তা-কর্মচারীদের একযোগে পরিশ্রম এবং দক্ষ ব্যবস্থাপনার প্রশংসা করেন বক্তারা। তারা বলেন, এটি দেশের জ্বালানি নিরাপত্তায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

 

এ সময় আরও জানানো হয়, আমদানি করা ক্রুড অয়েল (অপরিশোধিত জ্বালানি তেল) পরিশোধনের পর ইস্টার্ন রিফাইনারি থেকে ডিজেল, অকটেন, পেট্রোল, জেট ফুয়েল, বিটুমিন, এলপিজিসহ মোট ১৪ ধরনের পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করা হয়। এসব পণ্য দেশের তিনটি তেল বিপণন কোম্পানির মাধ্যমে বাজারজাত করা হয়ে থাকে।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্টার্ন রিফাইনারির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ নাসিমুল গনি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আমিন উল আহসানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন