শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় শহরের পর্যটন মোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শহীদ পরিবারের সদস্যরা। তারা জুলাই-আগস্ট গণআন্দোলনে নিহতদের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন।
আলাপচারিতায় নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদের মাধ্যমে শহীদদের মর্যাদা ও আত্মত্যাগ নিশ্চিত করা হবে। শেখ হাসিনাসহ আওয়ামী লীগ এবং পুলিশের যারা ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছেন, তাদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে। এছাড়া, জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে দেশের কাঠামোগত সংস্কারও বাস্তবায়ন করা হবে।’
আরও পড়ুন: জুলাই সনদ আদায়ে ৩ আগস্ট মাঠে নামবে এনসিপি: নাহিদ
তিনি আরও বলেন, ‘বছর ঘুরে আবারও জুলাই এসেছে। ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শহীদদের স্মরণের দিনগুলো পালিত হবে। শহীদ পরিবারগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক স্থায়ী। শুধু বর্তমান সরকার নয়, ভবিষ্যতের যে কোনো সরকারকেই শহীদ পরিবারগুলোর আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে।’
শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম এনসিপির শীর্ষ নেতাদের নিয়ে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে সাতমাথা পর্যন্ত পদযাত্রায় অংশ নেন। এছাড়া বগুড়ার শিবগঞ্জের মোকামতলা ও কিচক বন্দরে দলটির পক্ষ থেকে পথসভা অনুষ্ঠিত হয়।
শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতকালে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাও উপস্থিত ছিলেন।
]]>